দর্শক যে সিনেমা ও সিরিজ দেখছেন

ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন চলচ্চিত্রের তথ্যভান্ডার। এখান থেকে জানা যায় বিশ্বের কোন সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ বেশি। আইএমডিবি নিয়মিত সপ্তাহের জনপ্রিয়তায় থাকা সিনেমার তালিকা তৈরি করে। আসুন, জেনে নিই এই সপ্তাহের সেরা পাঁচ সিনেমা ও সিরিজের তালিকায় কোন সিনেমাগুলো রয়েছে।
১ / ৫
এই তালিকায় শীর্ষে রয়েছে ৭ মার্চে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য জেন্টলম্যান’। সিরিজটির আইএমডিবি রেটিং ৮.২। কমেডি ঘরানার সিরিজটি পরিচালনা করেছেন গাই রিচি। অভিনয় করেছেন থিও জেমস, কায়া স্কডিলারিয়ো প্রমুখ। ছবি: আইএমডিবি
২ / ৫
অ্যাকশন ও থ্রিলার সিনেমা ‘দ্য রোড হাউস’ মুক্তির পর দর্শকদের পছন্দের তালিকায় ছিল। কিন্তু সিনেমাটির সেই অর্থে আইএমডিবি রেটিং নেই। মাত্র ৬.২। তবে সিনেমাটিকে ভোট দিয়েছেন ৫৭ হাজার দর্শক।
ছবি: আইএমডিবি
৩ / ৫
রেটিং এগিয়ে থাকলেও জনপ্রিয়তার তালিকায় পিছিয়ে ‘ডিউন পার্ট টু’। সিনেমাটির আইএমডিবি রেটিং ৮.৮। সিনেমাটি ২ লাখ ৮০ হাজার দর্শক ভোট দিয়েছেন। তার মধ্যে ১ লাখ ১৯ হাজার ভক্ত ১০–এ ১০ দিয়েছেন
ছবি: আইএমডিবি
৪ / ৫
অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি ঘরানার সিরিজ ‘থ্রি বডি প্রবলেম’। সিরিজটি ২১ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পায়। সাত দিনের মাথায়ই সিরিজটি দর্শকদের পছন্দের তালিকায় চলে এসেছে।
ছবি: আইএমডিবি
৫ / ৫
অস্কারে চারটি শাখায় পুরস্কার জয় করে ‘পুওর থিংস’ সিনেমাটি। ইয়োর্গস ল্যান্থিমস পরিচালিত সিনেমাটি দর্শকদের মন জয় করেছে। এমা স্টোন সিনেমাটির জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জয় করেছেন। সিনেমাটি এখনো দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে
ছবি: আইএমডিবি