আজ থেকে ঘরে বসেই ‘গুণিন’

আজ থেকে ঘরে বসে গুণিন ছবিটি দেখারও সুযোগ এসেছে

' অসাধারণ গায়কি ও দৃশ্যায়ন। ভালোবাসা রইল, পশ্চিমবঙ্গ থেকে।' ইউটিউবে গুণিন সিনেমার 'ঘোমটা খুলে বদন তুলে' গানটির ভিডিও দেখে কলকাতা থেকে এক দর্শক এমন মন্তব্য করেছেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই গান সাড়া ফেলেছে। দেশ-বিদেশ থেকে প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকেরা। দর্শকদের মধ্যেও সাড়া ফেলেছে, আলোচনা হয়েছে। যেমনটি আলোচনা করেছেন সিনেমা হলের দর্শক, যাঁরা গুণিন ছবিটি দেখেছেন বড় পর্দায়। অনেকে ইতিবাচক আলোচনার পাশাপাশি ঘরে বসে ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। আজ প্রতীক্ষার অবসান হচ্ছে। শুধু গান নয়, আজ থেকে ঘরে বসে গুণিন ছবিটি দেখারও সুযোগ এসেছে।

চরকি অরিজিনাল ফিল্ম গুণিনের সেটে বিয়ের একটি দৃশ্যে পরীমনি ও শরিফুল রাজ। ছবি: চরকি’র সৌজন্যে

চলতি মাসে দ্বিতীয় সপ্তাহে ১১ মার্চ দেশের বিভিন্ন অঞ্চলের সিনেমা হলে মুক্তি পায় গুণিন সিনেমাটি। প্রথম সপ্তাহে দেশের প্রায় ১৫টি প্রেক্ষাগৃহে ছবিটি চলে। গত শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ আটটি সিনেমা হলে দ্বিতীয় সপ্তাহের মতো ছবিটি চলছে। দেশ-বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দর্শকের কথা চিন্তা করে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান চরকি আজ থেকে তাদের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি দেবে সিনেমাটি।

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই ছবি চরকির পর্দায় দেখা যাবে আজ বৃহস্পতিবার রাত আটটা থেকে।বিস্তর আলোচনা গুণিন নিয়ে। গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বেশ কিছুদিন বিরতির পর নতুন ছবি নিয়ে এসেছেন দর্শকদের মধ্যে। যে ছবির গল্প নেওয়া হয়েছে হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে। নামভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। ইতিমধ্যে তাঁর অভিনয়ও প্রশংসিত হয়েছে সিনেমা হলের দর্শকদের কাছে। তাঁর ভরাট কণ্ঠের সংলাপ, 'মুই হইলাম রজব আলী গুণিন! কবে হইছি কেউ কইতে পারে না, তবে মরণডা আজকে হইবে...' ঘুরছে ফেসবুকে নানাজনের ওয়ালে। তিনি ছাড়াও দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এই সিনেমায়।

আলাদা করে বলতে হয়, সিনেমার গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করা শরিফুল রাজ ও পরীমনির কথা। এত দিনে সবাই হয়তো জেনে গেছেন, এই সিনেমার শুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয়। এখন তাঁরা সংসার করছেন।গ্রামের ওঝা রজব আলী গুনিনকে নিয়ে এ ছবির কাহিনি।

গিয়াস উদ্দিন সেলিম

'আধ্যাত্মিক' ক্ষমতার কারণে গ্রামে বেশ প্রভাবশালী তিনি। তার আকস্মিক মৃত্যুর পর তিন নাতির মধ্যে দ্বন্দ্ব এবং ত্রিভুজ প্রেমের সংকট নিয়ে ছবির গল্প এগিয়ে যায়। ছবিটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা আজাদ আবুল কালাম বলেন, 'করোনার কারণে দীর্ঘদিন সিনেমা হলসহ সবকিছু বন্ধ ছিল। ধীরে ধীরে সিনেমা হলে আবার প্রাণ ফিরে পেতে শুরু করেছে। আমাদের সিনেমা এত দিন দর্শক হলে দেখেছেন। যাঁরা দেখেননি বা হলে যাওয়ার সময় পাননি, তাঁরা এবার চরকিতে দেখে ফেলতে পারবেন গুণিন।'

ছবিতে মিয়া বাড়ির নাতনি রাবেয়া চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। অভিমানী ও জেদি, তাঁর চরিত্রের বৈশিষ্ট্য। ওটিটিতে মুক্তির খবরে খুশি অভিনেত্রী পরীমনি। তিনি বলেন, 'বুধবার আমার ছবি বিশ্ব সুন্দরী ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, আরেক ছবি মুখোশ দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে। বৃহস্পতিবার চরকিতে গুণিন মুক্তি পাচ্ছে। আমার জন্য এত সব খুশির খবর! মনে হচ্ছে আমারই দিন।'পরীমনি আরও বলেন, 'অনেকে সারা দিন নানা কারণে ব্যস্ত থাকায় হলে গিয়ে ছবি দেখার সময় পান না। এমনকি বাসার বয়স্করাও প্রেক্ষাগৃহে ছবি দেখতে যেতে পারেন না। প্রেক্ষাগৃহে গুণিন অনেকেই দেখতে যেতে পারেননি। চরকিতে মুক্তির কারণে ছবিটি দেখার সুযোগ হবে তাঁদের। ওটিটির দর্শকের কাছে উপভোগ্য হবে ছবিটি।'