আজ থেকে ২০টি সিনেমা হলে ‘গুণিন’

সারা দেশের ২০টি সিনেমা হলে ‘গুণিন’ মুক্তি পাচ্ছে

সিনেমা হলে মুক্তির জন্য ‘গুণিন’ সেন্সর পেয়েছে গত ২০ ফেব্রুয়ারি। এর আগেই নানাভাবে আলোচনায় এসেছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত চরকি অরিজিনাল এই সিনেমা। সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা হয় ‘গুণিন’-এর। অবশেষে অপেক্ষার পালা শেষ করে আজ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা,চিত্রামহল, শ্যামলী সিনেমা, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সুগন্ধা, খুলনার সঙ্গীতা, লিবার্টি, বগুড়ার মধুবন সিনেপ্লেক্সসহ সারা দেশের ২০টি সিনেমা হলে এটি মুক্তি পাচ্ছে।
গ্রামের ওঝা রজব আলী গুণিনকে নিয়ে ছবির কাহিনি। আধ্যাত্মিক ক্ষমতার কারণে সেই গ্রামে তিনি বেশ প্রভাবশালী। তাঁর আকস্মিক মৃত্যুতে তিন নাতির মধ্যেকার দ্বন্দ্ব এবং ত্রিভুজ প্রেমের গল্পে এগোবে ‘গুণিন’।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে সিনেমার গল্প। সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘গুণিন চরিত্রটা হাসান আজিজুল হকের লেখার কারণে অন্য রকম মাত্রা পেয়েছে। ওই লোকটার বয়স কত কেউ জানে না। কেউ বলে এক শ বছর। গল্পে সে জিন পালে। ঝাড়ফুঁক দেয়। তাকে মানুষ ভয় পায়। তার অপার্থিব কিছু ক্ষমতা আছে, মানুষ এমনটা মনে করে। প্রথমেই ওই বয়সটাকে ধরা খুব কঠিন ছিল।’

সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম
গুণিন চরিত্রটা হাসান আজিজুল হকের লেখার কারণে অন্য রকম মাত্রা পেয়েছে। ওই লোকটার বয়স কত কেউ জানে না। কেউ বলে এক শ বছর। গল্পে সে জিন পালে। ঝাড়ফুঁক দেয়। তাকে মানুষ ভয় পায়। তার অপার্থিব কিছু ক্ষমতা আছে, মানুষ এমনটা মনে করে। প্রথমেই ওই বয়সটাকে ধরা খুব কঠিন ছিল।
আজাদ আবুল কালাম

‘গুণিন’ সিনেমার মুখ্য দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে। তাঁরা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এই সিনেমায় প্রথমবার একসঙ্গে শুটিং করতে গিয়েই রাজ-পরীর পরিচয়, তারপর প্রণয়, অতঃপর পরিণয়। তাই এই তারকা জুটির জন্য বিশেষ এই সিনেমা। ছবিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেকেই।

‘গুণিন’ সিনেমার মুখ্য দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে
সংগৃহীত
‘গুণিন’ সিনেমার মুখ্য দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে। তাঁরা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এই সিনেমায় প্রথমবার একসঙ্গে শুটিং করতে গিয়েই রাজ-পরীর পরিচয়, তারপর প্রণয়, অতঃপর পরিণয়।

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘অবশেষে গুণিন সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। হলে সিনেমা মুক্তি নিয়ে সব সময় একটা উত্তেজনা কাজ করে। ছবিটা হলে চলার পর আবার চরকির পর্দায় দর্শক দেখতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘ছোটগল্প থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানানো ঝামেলার কাজ। গুণিন টিম ও চরকির সহযোগিতা ছিল বলে করতে সুবিধা হয়েছে। সিনেমায় যাঁরা অভিনয় করেছেন, প্রত্যেকে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন। আমি পরিচালক হিসেবে সবার কাজে খুবই খুশি। দর্শক সিনেমা দেখলেই বুঝতে পারবেন যে সবাই খুব ডেডিকেটেড ছিলেন।’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে সিনেমার গল্প। সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম।
গিয়াস উদ্দিন সেলিমের গুণিন সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। ছবি: চরকির সৌজন্যে

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘এই প্রথম চরকি প্রযোজিত কোনো সিনেমা প্রথমেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা, আমাদের গর্বও। আপনারা হলে গিয়ে গুণিন দেখুন।’

আরও পড়ুন
আরও পড়ুন