খবরটা শুনে আমি ও রাজ জড়াজড়ি করে কেঁদেছি: পরীমনি

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবি করতে গিয়ে দুজনের সঙ্গে পরিচয়। তারপর প্রেম। এরপর বিয়ে গত বছরের ১৭ অক্টোবর । সোমবার বিকেলে বাচ্চার মা হওয়ার খবর জানালেন পরীমনি।

পরীমনি। ছবি: ফেসবুক থেকে

প্রশ্ন :

কবে বিয়ে করলেন?

গত বছরের ১৭ অক্টোবর। আগে থেকে ওইভাবে আমাদের পরিচয় ছিল না। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে আমার নায়ক ছিল রাজ। শুটিংয়েই পরিচয়। শুটিংয়ে আমরা দুজন খুব মজা করতাম। মজা করতে করতেই প্রেম। প্রেম হওয়ার ঠিক সাত দিনের মাথায় বিয়ে করেছি।

চরকি অরিজিনাল ফিল্ম গুনিনের সেটে বিয়ের একটি দৃশ্যে পরীমনি ও শরিফুল রাজ। গুণিন পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম। ছবি: চরকি’র সৌজন্যে

প্রশ্ন :

একা বিয়ে করলেন নাকি পারিবারিকভাবে?

প্রথমে দুই পরিবারকেই আমরা দুজন জানিয়েছিলাম। এরপর পারিবারিকভাবে রাজের আফতাব নগরের বাসায় বিয়ে হয় আমাদের।

প্রশ্ন :

কখন সিদ্ধান্ত নিলেন বিয়ে করবেন?

তাঁর সঙ্গে মিশতে গিয়ে দেখলাম, আমরা দুজনই পাগল। দুজনই ভাবলাম, আমাদের সারা জীবন একসঙ্গে থাকা উচিত। তাই কোনো কিছু না ভেবেই বিয়ের সিদ্ধান্ত নিই আমরা।

হাসপাতালে খবরটি শোনার পর

প্রশ্ন :

কখন জানলেন বাচ্চার মা হতে যাচ্ছেন?

কিছুদিন ধরেই বিষয়টি অনুভব করতে পারছিলাম। আজ আমরা হঠাৎই দুজন হাসপাতালে যাই। আলট্রাসোনো করার পর ডাক্তারের মুখে খবরটি শুনে আমার কী যে ভালো লাগছিল। আমি ও রাজ দুজন জড়াজড়ি করে কেঁদেছি।

প্রশ্ন :

কী মনে হচ্ছিল তখন?

আমি আলট্রাসোনোর পর খবরটি যখন ডাক্তারের মুখে শুনলাম, তখন আমার কাছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর উইমেন মনে হয়েছে আমাকে। মনে হচ্ছে, আমার পাখা গজিয়েছে, উড়ছি।

পরীমনি ও শরিফুল রাজ

প্রশ্ন :

খবরটা প্রথম কাকে জানিয়েছেন?

আমি আমার নানাকে প্রথমে জানাই। নানা খুব খুশি। নানাভাই মিষ্টি আনার টাকা দিয়েছেন আমাকে। মিষ্টি এনে আমরা সাবাইকে খাওয়ালাম। এরপর শাশুড়ি মাকে জানিয়েছি। তাঁদের বাসায়ও নাকি সবাই আনন্দ করছেন।

এফডিসিতে পরীমনি
ছবি: প্রথম আলো

প্রশ্ন :

এখন কি কাজ বন্ধ রাখবেন নাকি শুটিং করবেন আরও কিছুদিন?


রাজ কাজ করবে। আমি দেড় বছরের ছুটি নিলাম। কারণ, আমার একটি বাচ্চা দরকার। ওকে সুস্থ সুন্দরভাবে দুনিয়াতে আনতে হবে। এ জন্যই কাজ করব না। নিজের যত্ন নেব।

আরও পড়ুন