চরকিতে মুক্তি পেয়েছে উত্তম-সুচিত্রার ১৭টি সিনেমা

চরকিতে গতকাল রাত ৮টায় বিশ্বব্যাপী উত্তম-সুচিত্রা অভিনীত সিনেমাগুলো মুক্তি পেয়েছে। কোলাজ

যেন পুরোনো সিন্দুক থেকে মূল্যবান মণি-মুক্তা বের করে দিচ্ছেন উদার কোনো জাদুকর। মানুষ মিলেমিশে সেসব লুফে নেবে, উপভোগ করবে। মূল্যবান রত্নভান্ডার বললে ভুল হবে? উত্তম-সুচিত্রার কালজয়ী বাংলা সিনেমাগুলো কি রত্নের চেয়ে কম দামি?
‘আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে/ সাত সাগর আর তেরো নদীর পারে’—গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা শ্যামল মিত্রের গাওয়া এই আবেশসঞ্চারী কথাগুলো কার মনে আঁচড় না কাটে? শুধু এই গানই কেন! গল্প, সংলাপ আর অভিনয়ে ‘সাগরিকা’ পরিপূর্ণ আর অতুলনীয় বাংলা সিনেমা। ‘সাগরিকা’ থেকে ‘সন্ন্যাসী রাজা’; এর মধ্যে আছে আরও ১৫টি ছবি। লিখলে বাড়াবাড়ি হবে না, মহাকালের কষ্টিপাথরে এসব খাঁটি সোনা!

আপামর বাঙালি মানসে উত্তম-সুচিত্রা আজও অবিস্মরণীয়! এই নাম দুটি বাংলাভাষী মানুষের জন্য শুধু নাম নয়; অনেক আনন্দ, অনেক স্মৃতির এক অপূর্ব মেলবন্ধন!
এই জুটি অভিনীত চলচ্চিত্রগুলোর কাব্যময়তা, গল্প বলার অসাধারণ চেষ্টা দর্শকের মনে প্রভাব ফেলে চলেছে দিনের পর দিন। সময় পেরোলেও এই জুটির চলচ্চিত্রগুলোর আবেদন কমেনি একবিন্দুও।

সুচিত্রা সেন ও উত্তম কুমার
ইনস্টাগ্রাম

সিনেমা দেখার মাধ্যমে হয়তো পরিবর্তন এসেছে, ডিজিটাল সময়ে ওটিটি এসেছে কিন্তু হারিয়ে যায়নি কালজয়ী সেসব উপ্যাখ্যানের আবেদন। আর এ রকম ১৭টি চলচ্চিত্র নিয়েই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি সাজিয়েছে ‘চরকি ক্ল্যাসিক’।

মাসের শেষ দিন দর্শকের জন্য বিশেষ উপহার নিয়ে এসেছে তারা। চরকিতে বৃহস্পতিবার রাত আটটায় বিশ্বব্যাপী উত্তম-সুচিত্রা অভিনীত ১৭টি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো হলো ‘দেবী চৌধুরানী’, ‘পথে হল দেরী’, ‘সাড়ে চুয়াত্তর’, ‘এন্টনি ফিরিঙ্গি’, ‘শিল্পী’, ‘ইন্দ্রাণী’, ‘হার মানা হার’, ‘সাগরিকা’, ‘বিপাশা’, ‘ওরা থাকে ওধারে’, ‘অগ্নিপরীক্ষা’, ‘দেয়া নেয়া’, ‘দ্বীপ জ্বেলে যাই’, ‘চৌরঙ্গী’, ‘দুই পৃথিবী’, ‘উপহার ও ‘সন্ন্যাসী রাজা’।

ভারতীয় বাংলা সিনেমার জগতে ‘মহানায়ক’খ্যাত অভিনেতা উত্তমকুমার খুব অল্প সময়েই বাঙালির মনে জায়গা দখল করে নিয়েছিলেন। বাংলাদেশে জন্ম নেওয়া সুচিত্রা সেন ছিলেন উত্তমকুমারের বিপরীতে অভিনয় করা সে সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। উত্তম-সুচিত্রা জুটির সিনেমা মানেই ছিল সুপারহিট। সেসব সুপারহিট কিছু সিনেমা এবার চরকি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন।

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, প্রজন্ম থেকে প্রজন্মে কালজয়ী রসায়নের এই সিনেমাগুলো নিয়েই চরকি এবার ডালা সাজিয়েছে। উত্তম-সুচিত্রার সিনেমাগুলো দর্শককে দেখাতে পারাটা চরকির জন্য একটা মাইলফলক।