দেখলাম, আমাকে পর্দায় দেখে শ্বশুর আব্বা হাততালি দিচ্ছেন: পরীমনি

শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে ছবি দেখতে গিয়েছিলেন পরীমনি
ছবি : সংগৃহীত

প্রেক্ষাগৃহের পর এবার ঘরে বসেই দর্শক দেখতে পাবেন ‘গুণিন’। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের এ সিনেমা। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটায় মুক্তি পাবে ছবিটি। ওটিটিতে মুক্তির খবরে খুশি ছবির নায়িকা পরীমনি। তিনি এ চলচ্চিত্রে রাবেয়া চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘একদিকে আমার ছবি “বিশ্বসুন্দরী” ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, আরেক ছবি “মুখোশ” দেশের বাইরে মুক্তি পাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার চরকিতে “গুণিন” মুক্তি পাচ্ছে। আমার জন্য এত সব খুশির খবর! মনে হচ্ছে আমারই দিন।’

‘গুণিন’ সিনেমার মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও পরীমনি
চরকির সৌজন্যে

পরীমনি বললেন, ‘কদিন আগে বিয়ে করলাম। নতুন সংসার হলো। এরপর অন্তঃসত্ত্বা। একের পর এক আমার সুখবর আসা শুরু হয়েছে। সত্যিই আমি ভাগ্যবতী।’ পরী জানালেন, প্রেক্ষাগৃহে দর্শকের সঙ্গে বসেই একাধিকবার ছবিটি দেখেছেন। তিনি বলেন, ‘প্রেক্ষাগৃহে ছবিটি যাঁরাই দেখেছেন, প্রশংসা করেছেন। দর্শকসারিতে বসে সেটা আমি আঁচও করতে পেরেছি। আমার কাছে মনে হয়েছে, দিন শেষে প্রেক্ষাগৃহের দর্শকের বিনোদন দিতে পেরেছি।’ হাসতে হাসতে পরীমনি বললেন, ‘শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে ছবিটি দেখতে গিয়েছিলাম। দেখলাম, আমাকে পর্দায় দেখে শ্বশুর আব্বা হাততালি দিচ্ছেন। ওই সময় আমার খুব ভালো লাগছিল।’
রাবেয়া চরিত্রটি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কেমন, জানতে চাইলে পরীমনি বললেন, ‘শুধুই আমার চরিত্র নয়, পুরো ছবিরই ফিডব্যাক ভালো। নিজের এই চরিত্র নিয়ে কোনোই আফসোস নেই। কারণ, চরিত্রটি ঠিকঠাকমতো করতে পেরেছি বলে বিশ্বাস করি। ছবিটি দেখতে বসে পরীমনি নয়, শতভাগই রাবেয়া হিসেবেই দর্শক আমাকে পাবেন।’

পরীমনি ও শরিফুল রাজ
ছবি: প্রথম আলো

অনেকে প্রেক্ষাগৃহে ছবি দেখার সুযোগ পান না। ওটিটি প্ল্যাটফর্ম তাঁদের সেই সুযোগ করে দিয়েছে। প্রেক্ষাগৃহে যাঁরা ‘গুণিন’ দেখতে পারেননি, চরকিতে তাঁরা দেখার সুযোগ পাবেন। পরীমনি বলেন, ‘অনেকে নানান ব্যস্ততার কারণে হলে গিয়ে ছবি দেখার সময় পান না। এমনকি পরিবারের সিনিয়ররাও প্রেক্ষাগৃহে ছবি দেখতে যেতে পারেন না। সে হিসাবে চরকিতে ছবিটি দেখার সুযোগ হবে তাঁদের। আমার বিশ্বাস, ওটিটি দর্শকদের কাছে বেশ উপভোগ্য হবে ছবিটি।’
‘গুণিন’ ছবিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ। ছবিতে তাঁর চরিত্রের নাম রমিজ। তিনি জানালেন, প্রেক্ষাগৃহে চলার মতো ছবি এটি। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে পর্দা ও পরিবেশের কারণে দর্শকের কিছুটা ঘাটতি ছিল। রাজ বলেন, ‘চরকি সেই অভাব পূরণ করবে। বৃহস্পতিবার থেকে ঘরে বসেই সুন্দরভাবে ছবিটি দেখতে পারবেন দর্শক। ছবিটি তাঁদের পছন্দও হবে। কারণ, আমি সাত-আট দিন হলে হলে ঘুরেছি, দর্শকের ভালো লাগা শুনেছি।’

পরীমনি
চরকির সৌজন্যে

কথায় কথায় রাজ এ–ও বললেন, ‘এটি সাহিত্যনির্ভর গল্পের ছবি। সেলিম ভাইয়ের সঙ্গেও প্রথম কাজ আমার। তাঁর হাত ধরেই রমিজ হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা ছিল আমার। বড় কথা, অভিনয়টা ঝালাই করার সুযোগও পেয়েছিলাম। ছবিতে কাজ করতে গিয়ে এত বড় মাপের সহশিল্পী পেয়েছিলাম, তাঁদের থেকে অনেক কিছুই শিখেছি। উপভোগ করেছি কাজটি।’
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। আরও অভিনয় করেছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী, বীথি রানী সরকার প্রমুখ।