ফেসবুকে শতভাগ পজিটিভ কমেন্ট এবং রিভিউ দিচ্ছেন দর্শক

গতকাল বৃহস্পতিবার রাত নয়টায় মুক্তি পেয়েছে আরিয়ান পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’
ছবি: ফেসবুক

‘বড় ছেলে’ নাটকটি থেকে বিপুল সাড়া পেয়েছিলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান। সেটি চার বছর আগের কথা। সে সময় ভক্ত ও সহকর্মীদের প্রশংসায় ভেসেছিলেন এই নির্মাতা। সেটি ছিল তাঁর নির্মাতাজীবনের অন্যতম সেরা পাওয়া। সেই অনুভূতি যেন আবার ফিরে এল।

গতকাল বৃহস্পতিবার রাত নয়টায় মুক্তি পেয়েছে আরিয়ান পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে (https://www.chorki.com/videos/networkerbaire)। এই সিনেমা থেকে ‘বড় ছেলে’র মতোই সাড়া পাচ্ছেন আরিয়ান। মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘২০১৭ সালে “বড় ছেলে” ছোট পর্দায় আমার ক্যারিয়ারকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিল। অপূর্ব–মেহ্‌জাবীন অভিনীত সেই নাটক প্রচারের পর হাজারের বেশি পজিটিভ রিভিউ পেয়েছিলাম। সেই সময় আমার যেমন অনুভূতি হয়েছিল, ঠিক তেমন অনুভূতি হচ্ছে আজ। ফেসবুকে শতভাগ পজিটিভ কমেন্ট এবং রিভিউ দিচ্ছেন দর্শক। এই ভালো লাগাটা কাউকে দেখানো যাবে না। “নেটওয়ার্কের বাইরে”র জন্য এমন মূল্যায়ন, ভালোবাসা একজন নির্মাতার জন্য অনেক বড় ব্যাপার।’

নির্মাণে আরিয়ান যেমন দক্ষতার পরিচয় দিয়েছেন, তেমন তাঁর কাজটি হয়েছে চমৎকার গোছানো
ছবি: ফেসবুক

নির্মাণে আরিয়ান যেমন দক্ষতার পরিচয় দিয়েছেন, তেমন তাঁর কাজটি হয়েছে চমৎকার গোছানো। প্রথমে মনে হতে পারে, গল্পটি হয়তো কোনো বিদেশি সিনেমা থেকে নেওয়া। কিন্তু গল্প যতই এগিয়ে যায়, ততই সেই ধারণা ভাঙতে থাকে। দর্শকের সামনে নিখুঁত এক মৌলিক চিত্রনাট্য উন্মোচিত হয়, এখানেই নির্মাতার বড় সফলতা। ‘নেটওয়ার্কের বাইরে’র পুরো গল্পে সংলাপ, চরিত্রায়ণ, লোকেশন, গান, ডাবিং, চিত্রগ্রহণ, সম্পাদনা—সব জায়গায় উতরে গেছেন আরিয়ান।

দর্শকদের বানানো কোলাজে “নেটওয়ার্কের বাইরে” অভিনয়শিল্পীরা
ছবি: ফেসবুক

আরিয়ান বলেন, ‘মুক্তির ঠিক দুই–তিন ঘণ্টা পর থেকে দর্শকদের বিপুল সাড়া পাচ্ছি। প্রথম দিকে কিছুটা ভয়ে ছিলাম। কিন্তু আত্মবিশ্বাস ছিল, দর্শক কাজটি গ্রহণ করবেন। শেষ পর্যন্ত সেটিই হয়েছে। সারা রাত আনন্দের মধ্য দিয়েই পার করেছি। ভক্ত, সহকর্মীরা ফেসবুকে ও ফোনে অভিনন্দন জানাচ্ছেন। সুবর্ণা মুস্তাফা আন্টিসহ আরও অনেক গুণী অভিনেতা আমার কাজ দেখে প্রশংসা করছেন। এটাই আমাকে মনে করিয়ে দিচ্ছে “নেটওয়ার্কের বাইরে” বানিয়ে আমি সফল। আমার প্রত্যাশা পূরণ হয়েছে।’

‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্ম নিয়ে ভক্তদের কাছ থেকে আফসোসের বাণী শুনতে হচ্ছে বলে জানান আরিয়ান। তিনি বলেন, ‘সবাই ভালো বলার সঙ্গে সঙ্গে জানাচ্ছেন, সিনেমাটা বড় পর্দায় মুক্তি দিলে তাঁরা বন্ধু ও পরিবার নিয়ে দেখতে পারতেন। সব মিলিয়ে “নেটওয়ার্কের বাইরে” ঘিরে একটা উৎসবমুখর আবহের মধ্যে আছি।’

দর্শকদের বানানো কোলাজে “নেটওয়ার্কের বাইরে” অভিনয়শিল্পীরা
ছবি: ফেসবুক