দুবাই ঘুরে এলেন তমা

সংযুক্ত আরব আমিরাতের আলো ঝলমলে শহর দুবাই ঘুরে এলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী তমা মির্জা। দুবাইয়ের দৃষ্টিনন্দন এলাকায় তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি।

১ / ৬
ছবিটি ফেসবুকে প্রকাশের পর সহশিল্পী ও ভক্তদের কাছে বেশ প্রশংসা পাচ্ছেন তমা। শিল্পী আর্শিনা প্রিয়া লিখেছেন, ‘সুন্দর লাগছে।’
ছবি: ফেসবুক
২ / ৬
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে একটি পুরস্কার বিতরণী আয়োজনে অংশ নিতে দুবাইয়ে উড়াল দিয়েছিলেন তমা মির্জা
ছবি: ফেসবুক
৩ / ৬
তমা মির্জা উঠেছিলেন দুবাইয়ের বিলাসবহুল হোটেল ফাইভ পাম জুমেইরিয়াহতে। সেখানে তোলা ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন তিনি
ছবি: ফেসবুক
৪ / ৬
দুবাইয়ে গিয়ে মরুভূমিতে না গেলে চলে?
ছবি: ফেসবুক
৫ / ৬
ফুলের সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে তমা লিখেছেন, ‘লাইফ ইজ বিউটিফুল’(জীবন সুন্দর)।
ছবি: ফেসবুক
৬ / ৬
দুবাই থেকে গতকাল রোববার ঢাকায় নেমেছেন তমা মির্জা। তমা মির্জা ছাড়া আয়োজনে অংশ নিয়েছেন শাকিব খান, রায়হান রাফিসহ আরও কয়েকজন ঢাকাই সিনেমার তারকা
ছবি: ফেসবুক