যেখানেই বল, সেখানেই হামজা...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী, অর্ষা, রওনকদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
দেশ থেকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় রয়েছেন তানজিয়া জামান মিথিলা। তাঁর জন্য ভোট চাইছেন সহকর্মী ও কলাকুশলীরা। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘ভোটিংয়ের শেষ দিন আজ। বাংলাদেশের জন্য আপনার ভোট দিন।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
বর্তমানে অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ‘খুশবু’ নাটকে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন। এর আগেও তিনি অভিনয় দিয়ে বিভিন্ন চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন। শুটিংয়ের বাইরে ভিন্নভাবে পাওয়া গেল অর্ষাকে। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘শীত আসছে।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
আজ ক্রিকেট ক্যারিয়ারে মুশফিকের জন্য বিশেষ দিন। টেস্টে শততম ম্যাচ ছিল। এ ম্যাচে ৯৯ রান করেছেন মুশফিক। তাঁকে শুভকামনা জানিয়ে অভিনয়শিল্পী সংঘের সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান লিখেছেন, ‘অভিনন্দন মুশফিকুর রহিম। দেশের হয়ে শততম টেস্ট খেলার জন্য।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
গতকাল ছিল ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়। এই নিয়ে অভিনেতা সৈয়দ জামান শাওন লিখেছেন, ‘যেখানেই বল, সেখানেই হামজা, ২২ বছর পর বাংলাদেশের জয় ভারতের বিপক্ষে।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
সিনেমায় অভিনয় করলেও এখন নাটকেও অভিনয় করছেন আইরিন আফরোজ। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কী যে করি এখন, মানে না মন সময় যায় কঠিন, জানি পাব না আর তোরই মতো কাউকে কোনো দিন।’
ছবি: ফেসবুক থেকে