ঢাকায় আসছে ‘সুলতানা’স ড্রিম’

২০২৩ সালে নির্মিত ছবিটির স্প্যানিশ নাম ‘এল সুয়েনো দে লা সুলতানা’আইএমডিবি

রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানা’স ড্রিম অবলম্বনে একই নামের একটি অ্যানিমেটেড সিনেমা নির্মাণ করেন স্প্যানিশ নির্মাতা ইসাবেল এর্গেরা। ২০২৩ সালে নির্মিত ছবিটির স্প্যানিশ নাম এল সুয়েনো দে লা সুলতানা।

বাংলাদেশি দর্শকের জন্য সিনেমাটি ঢাকায় নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। গত বুধবার এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিগগিরই ঢাকায় মুক্তি পাবে সুলতানা’স ড্রিম।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা গতকাল প্রথম আলোকে জানান, মুক্তির দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, তবে ১৬ জানুয়ারি মুক্তির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন
‘সুলতানা’স ড্রিম’ সিনেমার পোস্টার
আইএমডিবি

১৯০৫ সালে ভারতের মাদ্রাজের (বর্তমানে চেন্নাই) দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিন–এ প্রথম প্রকাশিত হয় সুলতানা’স ড্রিম। পরে সুলতানার স্বপ্ন নামে এটি বাংলায়ও প্রকাশিত হয়।

২০১২ সালের দিকে নয়াদিল্লির এক আর্ট গ্যালারিতে সুলতানা’স ড্রিম–এর একটি কপি ইসাবেল এর্গেরার নজরে পড়ে। ২৮ ডিসেম্বর প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমার তাৎক্ষণিকভাবে মনে হচ্ছিল, এই গল্প নিয়ে কাজ করা দরকার। বিভিন্ন জায়গায় মানুষের কাছে এই গল্পের তাৎপর্য পৌঁছে দেওয়া দরকার। সেই মুহূর্ত থেকে সুলতানা’স ড্রিম আমার মাথা থেকে আর বের হয়নি।’ যার চূড়ান্ত পরিণতি অ্যানিমেটেড ছবি এল সুয়েনো দে লা সুলতানা।

আরও পড়ুন
নির্মাতা ইসাবেল এর্গেরা
খালেদ সরকার

সুলতানা’স ড্রিম-এর প্রিমিয়ার হয় ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর, স্পেনের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পরে স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ওই বছরেরই ১৭ নভেম্বর।

ভারত, সুইডেন, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ডসহ ১৫ টিরও বেশি দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এল সুয়েনো দে লা সুলতানা।

রোকেয়ার স্বদেশবাসীও এবার ছবিটি দেখতে পারবেন।