রাজনৈতিক দলগুলো মারামারি করছে শুধু জনগণের সেবা করার জন্য...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। এই অভিনয়শিল্পীদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
চিত্রনায়িকা বর্ষা কীভাবে নিজের যত্ন নেন, সে চিত্র তুলে ধরেছেন ফেসবুক পোস্টে। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘যদি সুস্থ থাকতে চান, তাহলে অবশ্যই বেশি পরিমাণে পানি পান করুন। সেই সঙ্গে ভারী চুল ও চকচকে ত্বক। সম্ভব হলে নিয়মিত ব্যায়াম করুন। সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা করুন। নিজেকে সময় দিন, নিজের যত্ন নিন।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
অভিনেতা সুমন আনোয়ার বর্তমান পটভূমি নিয়ে লিখেছেন, ‘আপনি জেনে অবাক হবেন, দেশের রাজনৈতিক দলগুলো মারামারি করছে শুধু জনগণের সেবা করার জন্য।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
খায়রুল বাসার প্রায়ই নিজের লেখা কবিতা ফেসবুকে পোস্ট করেন। তিনি লিখেছেন, ‘এই ছেলেটা পাগল পাগল/ এই ছেলেটা ভালো না/ এই ছেলেটা ন্যায্য বলে/ এই ছেলেটা ভালো না/ এই ছেলেটা পাগল হোক/ মানুষ তা চায় না/ এই ছেলেটা পাগল নাকি?/ বোকা ছাড়া কিচ্ছু না।’ কবিতার শেষে তিনি লিখেছেন, ‘এই দেশে স্বাভাবিকতাই প্রচণ্ড অস্বাভাবিক। মানুষ কিংবা মালামাল অস্বাভাবিক সবই যেন প্রচণ্ড ওয়াও।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
কদিন আগেই প্রচারিত হয়েছে নাটক ‘ডিজে বাহারুল’। নামভূমিকায় অভিনয় করেছেন নিলয় আলমগীর। সহ–অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কেমন লাগল নতুন নাটক “ডিজে বাহারুল”।’ মন্তব্যে ভক্তরা তাঁর নাটকের চেয়ে ছবিটির বেশি প্রশংসা করছেন।
ছবি: ফেসবুক
৫ / ৫
বেশ কয়েক বছর আগের ছবি পোস্ট করে নায়ক কাজী মারুফ লিখেছেন, ‘সময় গতিশীল। এই সময়ের সঙ্গে মানুষও পরিবর্তিত হয়ে ওঠে।’
ছবি: ফেসবুক থেকে