অন্য রকম এক ভাইরাসের গল্প

তারিক আনাম খানছবি: চরকি

‘আঙ্গালুকু কুড়মুড়, দান্তা চাবানি’—এমন কথার একটি গান দিন দুয়েক ধরে ফেসবুকে ঘুরছে। গানের কথার ‘সাবটাইটেল’ করতে না পারলেও সুরের ঘোরে পড়েছেন শ্রোতারা, গানের তালে দুলকি চালে একদল নারী–পুরুষের নৃত্য ঘোরের জন্ম দিয়েছে। ‘পাউডার’ শিরোনামে আলোচিত গানটি চরকির অরিজিনাল সিরিজ ‘ভাইরাস’–এর। নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত সিরিজটি মুক্তি পেয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে।
গানের কথা লিখেছেন অনম বিশ্বাস, সুর বেঁধেছেন সন্ধি। গায়িকা প্রাপ্তি মজুমদারের সঙ্গে গানে কণ্ঠও দিয়েছেন সন্ধি। ৭ আগস্ট গানটি চরকির ফেসবুক পেজে প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১৪ শতাধিকবার শেয়ার হয়েছে, ১৪ শতাধিক মন্তব্য ও ২৮ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে। এর আগে অনম বিশ্বাসের লেখা আরেকটি গান ‘ট্যাকা পাখি’ও বেশ আলোচিত হয়েছে।

শ্যামল মাওলা
ছবি: চরকি

‘দেবী’ নির্মাতা অনম বিশ্বাস দর্শকদের উদ্দেশে বলেন, ‘আপনারা সিরিজটি দেখুন, সমালোচনা করুন। সিরিজের প্রতিটি পর্বে আপনাদের জন্য মজা থাকছে, মিস করবেন না।’
এই সিরিজে অভিনয় করেছেন ‘মহানগর’, ‘সদরঘাটের টাইগার’–এর অভিনেতা শ্যামল মাওলা। তিনি বলেন, ‘ভাইরাস–এ কাজ করার মূলে রয়েছেন অনম বিশ্বাস। তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল, আবার সিরিজে আমার চরিত্রটাও একদম ভিন্ন। দর্শক দেখলেই বুঝতে পারবেন, গল্পটা একটু অন্য রকম।’
‘ভাইরাস’ সিরিজ দিয়ে প্রথমবারের মতো চরকির কোনো কাজে পাওয়া যাবে তারিক আনাম খানকে। তিনি বলেন, ভাইরাস এ সময়ের গল্পের অন্য রকম এক উপস্থাপনা। এ রকম কর্মচঞ্চল পরিচালক ও টিমের সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে।

‘পাউডার’ ছড়ানোর আগে ‘ভাইরাস’–এর পোস্টার ফেসবুকে প্রকাশ করে চরকি লিখেছে, ‘নতুন একধরনের ভাইরাস, আপনি কি আক্রান্ত?’ পোস্টারে দেখা গেছে, শ্যামল মাওলা চাদর দিয়ে মুখাবয়বের অর্ধেক ঢেকে রেখেছেন, বাকিটা ভাইরাসে আক্রান্ত।
সিরিজের গল্পে দেখা যাবে, মিথ্যা আর স্বার্থপরতার ‘ভাইরাস’ সমাজের নিয়ন্ত্রণ নেয়, সেই প্রতিকূল সময়ে পরিচয় ঘটে আফজাল ও নিরঞ্জনের। আফজালকে নিরঞ্জন ইশারায় জানায়, মানুষের কৃতকর্মও একসময় ‘ভাইরাস’ হয়ে ফিরে আসে। সেই কৃতকর্মের ‘ভাইরাস’ থেকে বাঁচতে আফজালকে প্রায়শ্চিত্ত করতে হবে! এমন প্রশ্নের উত্তরই খোঁজা হয়েছে সিরিজে।
কোন ভাবনা থেকে সিরিজটি নির্মাণ করেছেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা অনম বিশ্বাস বলেন, ‘ডিজিটাল সময়ের মানুষদের জন্য এমন একটা গল্প বলতে চেয়েছি, যেটা একটু হলেও ভাবায়। সিরিজের দৃশ্যধারণের সময় খুব গরম আর রোদ ছিল, ভাগ্য ভালো যে কেউ পালিয়ে যাননি! পালিয়ে যাননি মানে, গল্পটা ছেড়ে যাননি, তাঁরা গল্পের ভেতরে ছিলেন।’

শরীফ সিরাজ
ছবি: চরকি

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, সিরিজটি একদম ভিন্নধর্মী। দর্শকের কথা বিবেচনা করেই সিরিজটি করেছে চরকি।
এই সিরিজে আরও অভিনয় করেছেন শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু, গোলাম ফরিদা ছন্দা, ক্রিস্টানো তন্ময়, মারশিয়া শাওন, টুপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একঝাঁক শিক্ষার্থী।
এর আগে গত বছরের ২২ অক্টোবর চরকিতে মুক্তি পেয়েছিল অনম বিশ্বাসের সিনেমা ‘দুই দিনের দুনিয়া’। এ বছর চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের ‘শোল্ডারম্যান’ নামে আরেকটি সিনেমা নির্মাণে হাত দিয়েছেন অনম বিশ্বাস।

আরও পড়ুন