আমার প্রাণ ধরিয়া মারো টান...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া, পূজা চেরী, ইমরান, প্রীতম ও কেয়া পায়েলদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৬
ঢালিউডের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে নতুন কোনো সিনেমায় পাওয়া যাচ্ছে না। সর্বশেষ গত ঈদুল ফিতরে এই তারকার ‘জ্বিন ৩’ ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিতে ফারিয়া অভিনয় করেন সজলের বিপরীতে। ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ায় ছবিটি প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে ফেলা হয়। এই তারকা বরাবরই তাঁর ফেসবুকে বেশ সরব। আজ নিজের দুটি স্থিরচিত্র পোস্ট করে ফারিয়া ক্যাপশনে লিখেছেন, ‘সে যেন নিঃশব্দ ঝড়ের আবেগ আর মৃদু আলোর ছায়া।’
২ / ৬
শিশুশিল্পী থেকে এখন নায়িকা। পূজা চেরী ঢালিউডে আলোচিত। কাজের বাইরে প্রেমের সম্পর্কের কারণেও তিনি প্রায়ই আলোচনায় আসেন। ঢালিউডের এই তারকার ‘টগর’ ছবিটি মুক্তি পায় গত ঈদুল আজহায়। পূজা চেরীর এ ছবিটি ব্যবসায়িক সফলতার মুখ দেখেনি। তাই কয়েক দিনের মাথায় প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ ছবিটি নামিয়ে ফেলে। এরপর পূজাকে নিয়ে আর নতুন কোনো ছবির খবর প্রকাশ্যে আসেনি। তবে পূজা নিয়মিত বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত আছেন। ফেসবুকে সরব পূজা নিজের এই স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘জীবন আসলে খুবই সহজ, কিন্তু আমরা জোর করেই একে জটিল করে তুলি।’
৩ / ৬
আগামীকাল ৭ আগস্ট মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। নাটক পরিচালনার পাশাপাশি কচি খন্দকার অভিনয়ও করেন। এই অভিনয়শিল্পী ও পরিচালক স্ত্রীর সঙ্গে কক্সবাজার সমুদ্রসৈকতে তোলা স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘কক্সবাজারের নাম শুনলেই রোমাঞ্চ, ভালোবাসা, ভালো লাগা কাজ করে, কক্সবাজার আমার স্বপ্নের, আমার স্বপ্নার।’
৪ / ৬
খুব শিগগির নতুন গান নিয়ে আসছেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এরই মধ্যে গানটির ভিডিও চিত্রের শুটিংও শেষ হয়েছে। শুটিং সময়ের বিভিন্ন মুহূর্ত প্রচারণার অংশ হিসেবে প্রকাশ্যে আনছেন। ফেসবুকে বেশ সরব এই সংগীত তারকা। নিজের এ ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সে শুধু ঘোড়ায় চড়ে না, সময়ের বালুতে নিয়তিকে সওয়ার করে ছুটে চলে।’
৫ / ৬
‘লাগে উরাধুরা’, ‘চাঁদমামা’, ‘দ্বিধা’ ও ‘লিচুর বাগানে’—পরপর এ চারটি হিট গান দিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় প্রীতম হাসান। জনপ্রিয়তাও বেড়েছে আগের চেয়ে অনেকখানি। কয়েক মাস ধরে জনপ্রিয় এই সংগীত তারকা যুক্তরাষ্ট্র ও কানাডায় স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এক অঙ্গরাজ্য থেকে আরেক অঙ্গরাজ্যে যাওয়ার পথের বিভিন্ন মুহূর্ত ফেসবুকে পোস্টও করছেন। মিশিগানের একটি শো শেষে ফেরার পথে স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘ধন্যবাদ মিশিগান, তোমাদের ভালোবাসা মুগ্ধ করেছে আমায়।’
৬ / ৬
নতুন প্রজন্মের জনপ্রিয় তারকা কেয়া পায়েল এই স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন ইমন চৌধুরীর সুর ও গাওয়া গানের লাইন, ‘আমার প্রাণ ধরিয়া মারো টান..।’