ট্রেনে পূর্ণিমা, নৌকায় মৌসুমী হামিদ-রইল ৮ ছবি

প্রায় তিন দশকের অভিনয়জীবন চিত্রনায়িকা পূর্ণিমার। এখন অভিনয়ে অনিয়মিত। তবে উপস্থাপনা ঠিকই করছেন। মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন। অন্যদিকে মৌসুমী হামিদ ২০১১ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানার্সআপ হয়ে অভিনয় অঙ্গনে কাজ শুরু করেন। মৌসুমী হামিদও এখন অভিনয়ে অনিয়মিত। দুই সময়ের এ দুই তারকার ট্রেন–নৌকার ঘোরাঘুরির স্থিরচিত্র দেখুন
১ / ৮
চিত্রনায়িকা পূর্ণিমাকে সর্বশেষ রান্না–বিষয়ক একটি রিয়ালিটি শোর বিচারক হিসেবে দেখা গেছে। এই আয়োজনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করে পূর্ণিমা আলোচনায় ছিলেন।
২ / ৮
একসময় সিনেমায় অভিনয়ের পাশাপাশি টেলিভিশন নাটক, টেলিছবিতেও কাজ করেন। অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও অভিষেক ঘটেছে জনপ্রিয় এই তারকার। দীর্ঘদিন ধরে এই নায়িকার বড় পর্দায় কোনো ছবি মুক্তি পাচ্ছে না। তবে ‘জ্যাম’, ‘গাঙচিল’সহ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। পূর্ণিমা কয়েক বছর ধরে সিনেমার নায়িকার চেয়ে উপস্থাপক হিসেবে বেশি আলোচিত। এ মাধ্যমে কাজও করছেন বেশি।
৩ / ৮
১৯৯৭ সালে জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ দিয়ে মাত্র ১৬ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু হয় চিত্রনায়িকা পূর্ণিমার। এরপর সিনেমায় টানা অভিনয় করে গেছেন।
৪ / ৮
অভিনয় না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব পূর্ণিমা। ২৮ বছরের অভিনয়জীবনে দর্শকনন্দিত সিনেমা যেমন পূর্ণিমা উপহার দিয়েছেন, তেমনি তাঁর অভিনীত নাটক–টেলিছবিও মানুষ পছন্দ করেছেন। সিনেমায় অভিনয় না করলেও তাঁর অভিনীত বিভিন্ন পুরোনো সিনেমার দৃশ্য ও গানের ক্লিপস নিয়ে ফেসবুকে প্রায় সময় আলোচনা হয়। এই নায়িকা ট্রেন ভ্রমণের একাধিক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন।
৫ / ৮
গত বছরের শেষ দিকে ‘নয়া মানুষ’ সিনেমায় দেখা গেছে মৌসুমী হামিদকে। এরপর আর নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবরে ছিলেন না এই তারকা।
৬ / ৮
মৌসুমী হামিদ জানালেন, এখন কাজের সংখ্যা কমে গেছে। তা ছাড়া যেনতেন গল্পে কাজও করতে চান না। পছন্দসই গল্প হলে তবেই অভিনয় করবেন।
৭ / ৮
গত মাসে মৌসুমী হামিদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। প্রতিষ্ঠান কমিউনিকেশন অ্যান্ড ফাইন্যান্স বিভাগে কাজ করছেন। জানালেন, ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনাটা চাকরি করতে এসে কাজে লাগছে। তিনিও নতুন এই চাকরি বেশ উপভোগ করছেন।
৮ / ৮
চাকরি করলেও অভিনয়টা ছাড়ছেন না। পছন্দসই গল্প পেলে অভিনয়ের জন্য সময় বের করবেন। ঘোরাঘুরি করতেও পছন্দ করেন মৌসুমী হামিদ। শুক্রবার তাই বাসা থেকে কয়েক ঘণ্টার জন্য বেরিয়ে পড়েন। ঢাকার পাশে বালু নদীতে কিছুটা সময় নৌকায় ঘোরাঘুরি করেন। মৌসুমী হামিদ জানান, নৌকাভ্রমণ তাঁর খুব প্রিয়।