লালগালিচায় তারকারা, শুরু হলো মেরিল–প্রথম আলো পুরস্কার

লালগালিচায় অভিনেত্রী তাসনিয়া ফারিণপ্রথম আলো

লালগালিচায় তারকাদের উপস্থিতি বাড়ছে। জমকালো সাজে আলো ছড়াচ্ছেন তাঁরা। দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছে আজ।

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল পাঁচটা থেকে তারকাদের পদচারণে মুখর হতে থাকে লালগালিচা। আজ মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪ দেওয়া হবে।

লালগালিচায় স্ত্রীর সঙ্গে আফজাল হোসেন
প্রথম আলো

সন্ধ্যা ছয়টায় শুরু হবে মূল অনুষ্ঠান। পাশাপাশি বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ‘গ্ল্যামমুভ’। বিকেল চারটা থেকে আমন্ত্রিত অতিথিরা মিলনায়তনে প্রবেশ করতে শুরু করেছেন।

ইতিমধ্যে অনুষ্ঠানস্থলে অভিনেতা আফজাল হোসেন, অভিনেত্রী দিলারা জামান, বিদ্যা সিনহা মিম, তাসনিয়া ফারিণসহ আরও অনেকে এসেছেন।

এবারের আসরের প্রথম অংশ সঞ্চালনা করবেন আফজাল হোসেন। পরের অংশের কাণ্ডারি হিসেবে থাকছেন আফরান নিশো ও তাসনিয়া ফারিণ; এবারই প্রথমবারের মতো মেরিল প্রথম আলো উপস্থাপনা করছেন তাঁরা।

পুরস্কার প্রদানের এই আসরে প্রতিবছরই থাকে সাংস্কৃতিক আয়োজন।

অনুষ্ঠানস্থলে এসেছেন দিলারা জামান
প্রথম আলো

এবার ‘তারকা জরিপ পুরস্কার’, ‘সমালোচক পুরস্কার’ এবং ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হবে। কারা এই পদক ও সম্মাননা পাবেন, তা নিয়ে প্রতিবছরই মানুষের মধ্যে থাকে কৌতূহল। আজ সন্ধ্যায় সেই কৌতূহলের অবসান হবে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণার মধ্য দিয়ে।

জমকালো আসরে তারকা শিল্পীদের পরিবেশনা থাকবে। কয়েক দিন ধরেই মহড়ায় ব্যস্ত সময় পার করছেন তাঁরা।

বিনোদন ক্ষেত্রে বছরসেরা কাজের স্বীকৃতি হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কারের এ আয়োজন শুরু হয়েছিল ১৯৯৯ সালে। আমন্ত্রিত অতিথিরা হলে বসে অনুষ্ঠান দেখতে পারবেন, সঙ্গে আমন্ত্রণপত্র আনতে হবে।

সন্ধ্যা ছয়টায় শুরু হবে মূল অনুষ্ঠান
প্রথম আলো
আরও পড়ুন