default-image

‘এক জীবন’খ্যাত গায়ক সৈয়দ শহীদ দেড় দশক আগে তাঁর কয়েকজন বন্ধু ও কাছের মানুষ নিয়ে গড়ে তোলেন গানের দল দূরবীন। শুরুর দিকে বেশ ভালোই চলছিল। হঠাৎ গায়ক ও সংগীত পরিচালক আরেফিন রুমী একক ক্যারিয়ারে মনোযোগী হন। এরপর দলের আরেক সদস্য কাজী শুভ একক ক্যারিয়ারে মনোযোগ দেন। শহীদ আর আইয়ুব শাহরিয়ার দল চালিয়ে নেন। গান প্রকাশ ও স্টেজ শো অব্যাহত রাখেন। ২০১৯ সালে কাজী শুভ আবার দূরবীনে ফিরে এলেও আরেফিন রুমী এখনো তাঁর মতো করেই আছেন। শহীদ, আইয়ুব ও কাজী শুভ মিলে দলের অন্যদের নিয়ে ভালোবাসা দিবসে নতুন গান প্রকাশ করলেন। বাউলসম্রাট শাহ আবদুল করিমের লেখা ও সুরের ‘পিরিতে শান্তি মিলে না’ গানের নতুন সংগীতায়োজন করেছেন মাহমুদ রাফি।

বিজ্ঞাপন
default-image

নতুন গান প্রকাশের বিষয়টি প্রথম আলোকে জানিয়েছেন দলের অন্যতম সদস্য সৈয়দ শহীদ। কথাপ্রসঙ্গে তিনি বললেন, ‘আমাদের সঙ্গে কাজী শুভ আবার যোগ দেওয়ার পর সবাই মিলে নতুন উদ্যমে গান তৈরি করি। আমাদের ১০টি গান প্রকাশের জন্য পুরোপুরি তৈরি। গত বছর কয়েকটি গান ছাড়ার পরিকল্পনা ছিল। কিন্তু করোনার কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসি। এখন যেহেতু সবাই গান প্রকাশ করছে, তাই আস্তে আস্তে নতুন গানগুলো প্রকাশ শুরু করব।’
শহীদ আরও বলেন, ‘এটা পুরিপূর্ণ ভালোবাসার গান। এই গান নিয়ে নতুনভাবে বলার কিছু নেই। আমরা শুধু এটুকু বলতে পারি, নতুন সংগীতায়োজনে তৈরি আমাদের প্রয়াস শ্রোতারা শুনবেন। তাঁদের মতামত আমাদের আরও নতুন সব গান তৈরিতে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।’

default-image

এদিকে নতুন করে দূরবীনের গানে ফেরা প্রসঙ্গে দলটির অন্যতম সদস্য ও ভোকাল কাজী শুভ বলেন, ‘দীর্ঘ আট বছর পর আমরা একসঙ্গে হলাম। আমি, শহীদ ভাই ও আইয়ুব শাহরিয়ার মিলে আবারও দূরবীনের জন্য নতুন গান করলাম। দারুণ অভিজ্ঞতা। আশা করছি, এই গান ছুঁয়ে যাবে শ্রোতাদের মন।’
এদিকে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ‘পিরিতে শান্তি মিলে না’ গানটি এ গানের গীতিকার ও সুরকার শাহ আবদুল করিমকে উৎসর্গ করা হয়েছে। গানটির ভিডিও আজ শনিবার প্রকাশ হবে ‘Band MusicExpress’ নামের ইউটিউব চ্যানেলে।

বিজ্ঞাপন
গান থেকে আরও পড়ুন
মন্তব্য করুন