default-image

এবারও নাটকটির মূল চরিত্রে সাবিলা নূর।
নাটকটিতে সাবিলার চরিত্রের নাম রুপালি। ‘রঙিলা ফানুস ২’ তে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম পর্বটির মতো এটিও নারীপ্রধান ও কমেডি গল্প। দ্বিতীয় কিস্তির থিমে কিছুটা মিল থাকলেও গল্প আলাদা। নতুন ধরনের এ চরিত্রে অভিনয় করতে গিয়ে মজার অভিজ্ঞতা হয়েছে।’

default-image

প্রথমটির মতো এবারেরটি লিখেছেন জান্নাতুল ফেরদৌস, পরিচালনা করেছেন শিহাব শাহীন। পরিচালক বলেন, ‘এটিকে নাটকের দ্বিতীয় কিস্তি বলা হলেও গল্প ভিন্ন। আগের গল্পের সঙ্গে এবারের গল্পের শুধু থিমেটিক্যাল কানেকশন আছে। আগেরটির মতো এটিও সিচুয়েশনাল কমেডি নাটক। দর্শকের বিনোদনকে মাথায় রেখেই বানানো।’
নাটকটিতে সাবিলা ছাড়া আরও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, নাজিবা বাশার প্রমুখ।

গান থেকে আরও পড়ুন
মন্তব্য করুন