‘আলো’ গানের গল্প শোনাবেন প্রিন্স মাহমুদ

প্রিন্স মাহমুদ ও তানজির তুহিন

প্রতিটি গানের পেছনেই থাকে প্রেরণা নয়তো যাতনার গল্প। করোনাকালের সে রকম এক সৃষ্টি ‘আলো’ গানটি। এবার গানটির পেছনের গল্প শোনাবেন গীতিকবি ও সুরস্রষ্টা প্রিন্স মাহমুদ। তানজির তুহিনের কণ্ঠে গত বছর গানটি প্রকাশিত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে গত মাসে সংগীত প্রযোজনা সংস্থা জি সিরিজ গানটির অডিও প্রকাশ করে। শ্রোতামহলে বেশ সাড়া ফেলে ‘আলো’ গানটি।

‘আলো’ প্রসঙ্গে প্রিন্স মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘করোনায় একের পর এক প্রিয়জন হারাচ্ছে মানুষ। সেসব দেখে আমার ভেতরে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, সেটা থেকেই এই গানের সৃষ্টি। আমার ইচ্ছা ছিল ব্যতিক্রম গায়কির একজন শিল্পী গানটি করুক। সে কারণে তুহিনকে গানটি গাইতে আহ্বান করি।’

উপস্থাপিকা সারিকা, সুরকার প্রিন্স মাহমুদ, কণ্ঠশিল্পী তানজির তুহিন
সংগৃহীত

কাল শনিবার রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনের ‘আমার আমি’ অনুষ্ঠানে এ গান নিয়ে কথা বলবেন গানটির স্রষ্টা প্রিন্স মাহমুদ ও শিল্পী তানজির তুহিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মডেল ও অভিনয়শিল্পী সারিকা, পরিচালনা করেছেন সাজ্জাদ হোসাইন।

আনুষ্ঠানিকভাবে গানটি প্রকাশের আগেই অভিমান করে গত বছরের ১৭ অক্টোবর রাতে ফেসবুকে ‘আলো’ গানটি প্রকাশ করেন প্রিন্স মাহমুদ। প্রায় দেড় বছর পর তাঁর কথা ও সুরে রেকর্ড করা হয় গানটি। প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুকে গানটি উৎসর্গ করেছিলেন প্রিন্স মাহমুদ। প্রকাশের আগেই গানটি ফেসবুকে প্রকাশ প্রসঙ্গে প্রিন্স মাহমুদ জানিয়েছিলেন, ‘গানটা শুরুর দিকের একটা ডেমো। মূল গানটার কাজ চলছে। কিছুটা রাগ, কিছুটা অভিমানেই আজ আপনাদের শুনিয়ে ফেললাম, যা কখনো করিনি। যদি ভালো লেগে যায়...।’