ইমরানের কণ্ঠে ‘বনমালি তুমি’
লোকগান নিয়ে ব্যতিক্রম আয়োজন করেছে প্রথম আলো। তরুণ প্রজন্মের কণ্ঠে জনপ্রিয় কিছু লোকগান নিয়ে ‘শেকড়ের গান’-এ আজ প্রকাশ হচ্ছে ইমরানের কণ্ঠে দীন শরতের ‘বনমালি তুমি’ গানটি। কালজয়ী এ গান আজ রাত ৮টায় প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও এবিসি রেডিওতে শোনা যাবে।
বাংলার চিরায়ত লোকগানের বিশাল ভান্ডার থেকে বাছাই করে ৫৫টি গান ভিডিওসহ প্রস্তুত করা হয়েছে শেকড়ের গানের জন্য। ডিজে রাহাতের পরিকল্পনা এবং গোলাম রাব্বানীর সংগীতায়োজনে এই সময়ের ১৬ তরুণ পিয়ানোর সুরে গেয়েছেন গানগুলো। লোকগানের পাশাপাশি এ আয়োজনে থাকবে বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত।
প্রতি শুক্রবার একটি করে শেকড়ের গান অবমুক্ত করবে প্রথম আলো। প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ছাড়াও গানগুলো দেখা যাবে ডিজে রাহাতের পেজ ও চ্যানেলে। হাতিল ফার্নিচার নিবেদিত শেকড়ের গান নির্মাণে সহযোগিতা করেছে ঐক্য ডটকম ডটবিডি।