এই মন তোমাকে দিলাম: পুরোনো গানে নতুন রোজিনা

সেই ‘‘এই মন তোমাকে দিলাম’ গানে নতুন করে আবার ঠোঁট মেলালেন রোজিনা

‘এই মন তোমাকে দিলাম’—এটি রোজিনা ও ওয়াসিম অভিনীত সাদা–কালো যুগের ‘মানসী’ ছবির গান। ১৯৮২ সালে সালে মুক্তি পায় ছবিটি। ছবিতে একটি ফুলের বাগানে প্রেমিককে কল্পনা করে গানটিতে ঠোঁট মেলান রোজিনা। ২০২২ সালে এসেও সেই গানে নতুন করে আবার ঠোঁট মেলালেন তিনি। সিনেমার গানটি হুবহু রেখেই নতুন করে মিউজিক ভিডিও নির্মিত হলো। এতে ঠোঁট মিলিয়ে মডেল হিসেবে অভিনয় করলেন রোজিনা নিজেই। গত মঙ্গলবার ঢাকার লোকেশনে শুটিং হলো গানটির।
রোজিনা বলেন, ‘সিনেমার ওই গানই এ সময়ের মতো নতুন করে শুটিং হলো। শুধু পোশাক ও লোকেশনের পরিবর্তন আনা হয়েছে। এখানে গানের মধ্যে জমকালো পোশাক, গয়না ব্যবহার করেছি আমি। আগে গানটি আউটডোরে করা হয়েছিল, এবার ইনডোরে শুটিং করেছি।’

কাজটি করে কেমন লাগল জানতে চাইলে রোজিনা বলেন, ‘কাজটি করতে গিয়ে সেই “মানসী” সিনেমার শুটিংয়ে মধুর সব স্মৃতির কথা মনে পড়েছে। তবে কাজটি করে খুব ভালো লেগেছে।’

গানটির ভিডিও পরিচালক একজন ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার

রোজিনা বলেন, ‘এখন তো ইয়াংরা কাজ করছেন। এই বয়সে এসে আমাদেরও কাজ করতে ভালো লাগে। আমি মনে করেছি, এখনো আমাদের বয়সকে ধরে চিত্রনাট্য সাজিয়ে কাজ করলে আমরাও ভালো কাজ করতে পারি। আমার বিশ্বাস, কাজটি দেখার পর দর্শক প্রশংসা করবেন।’ রোজিনা জানান, গানটির ভিডিও পরিচালক একজন ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রে ছিলেন রোজিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কাজ দেখে সময় কাটত তাঁর। চোখ আটকে যায় এই পরিচালকের ফেসবুকে তাঁর কিছু কাজের ভিডিও দেখে। রোজিনা নিজেই যোগাযোগ করেন পরিচালকের সঙ্গে।

রোজিনা বলেন, ‘যুক্তরাষ্ট্রে বসে তাঁর কাজগুলো আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। ভালো লেগে যায়। তাঁর সঙ্গে কাজ করতে ইচ্ছা হলো। যোগাযোগ করলাম। সে তো খুব খুশি আমার আগ্রহ দেখে। এর পর থেকে আলাপ–আলোচনা চলে আসছিল এত দিন।’
গানটির ভিডিওর পরিচালক এডলফ খান। তিনি বলেন, ‘রোজিনা আপার ফোন পেয়ে কী যে খুশি হয়েছি, বোঝাতে পারব না। তাঁর মতো একজন অভিনেত্রী আমার সঙ্গে কাজ করবেন, এটি আমার কাছে অনেক বড় ব্যাপার মনে হয়েছে ওই সময়।’

চিত্রনায়িকা রোজিনা

রোজিনার ফোন পেয়ে তাঁকে নিয়ে আলাদা আঙ্গিকে কাজের পরিকল্পনা করতে থাকেন পরিচালক। এরপর ঢাকায় এলে রোজিনার সঙ্গে কাজ নিয়ে কয়েকবার বসা হয়। প্রথমে ‘দোলনা’ ছবির ‘তুমি আমার কত চেনা’, ‘অভিযান’ ছবির ‘হাত ধরে নিয়ে চলো পথ চিনি না’—এই গান দুটি থেকে একটি করার পরিকল্পনা হয়। বাধা হয়ে দাঁড়ায়, এই গান করতে হলে সহশিল্পীও রাখা লাগবে ভিডিওতে। যেহেতু ‘এই মন তোমাকে দিলাম’ গানটি একক কণ্ঠে, পরে এই গান করার সিদ্ধান্ত হয়।

পরিচালক বলেন, ‘গানটি বহু বছর আগের হলেও এ সময়ের মতো করে কালারফুলভাবে ভিডিও করেছি। তবে গানের মধ্যে তখনকার পরিবেশ রাখার চেষ্টা ছিল। এ সময়ের রোজিনাকেই রাখার চেষ্টার করেছি। এখন তো শিউলি ফুল, বেলি ফুল, বকুল ফুল সংগ্রহ করা কঠিন। তারপরও সংগ্রহ করে গানে ব্যবহার করেছি। এ জন্য অনেক কষ্টও করতে হয়েছে।’

চিত্রনায়িকা রোজিনা

পরিচালক জানালেন, ভিডিওটির সম্পাদনার কাজ চলছে। কোথা থেকে প্রকাশিত হবে, তা এখনো ঠিক হয়নি। ‘এই মন তোমাকে দিলাম’ গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। সুর করেছেন আনোয়ার পারভেজ। কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন।