এবারও দুর্গোৎসবে বিপ্লবের গান

‘জয় জয় দুর্গা মায়ের জয়’ গানেদেওয়ার পাশাপাশি মূল ভাবনা, সার্বিক তত্ত্বাবধান, শিল্পী নির্বাচন ও প্রযোজনাও করেছেন বিপ্লব নিজেই

কয়েক বছর ধরে দুর্গোৎসবে নতুন গান নিয়ে আসছেন চিত্রশিল্পী ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। এবারও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ একটি গান নিয়ে আসছেন তিনি। বিপ্লব সাহার দাবি, বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই সর্বোচ্চ বাজেটে পূজার গান।
গানের শিরোনাম ‘জয় জয় দুর্গা মায়ের জয়’। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মূল ভাবনা, সার্বিক তত্ত্বাবধান, শিল্পী নির্বাচন ও প্রযোজনাও করেছেন বিপ্লব নিজেই। বিপ্লব সাহার সঙ্গে কণ্ঠ দিয়েছেন হৈমন্তী রক্ষিত দাস, কর্ণিয়া ও স্বপ্নীল সজীব।

গানটির কথা লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী ও উজ্জ্বল সিনহা। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

বিপ্লব সাহার সঙ্গে কণ্ঠ দিয়েছেন হৈমন্তী রক্ষিত দাস, কর্ণিয়া ও স্বপ্নীল সজীব।

কল্পলোকের ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করছেন উজ্জ্বল রহমান। মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন ঢাকা ললিতকলা একাডেমির সাইফুল ইসলাম। আর ভিডিওতে অংশ নিয়েছেন নানা ক্ষেত্রের শতাধিক শিল্পী।

শিগগিরই গানটি ফ্যাশন হাউজ বিশ্ব রঙের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে

‘ছোটবেলা থেকেই শারদীয় দুর্গোৎসব এলে কলকাতার দিকে চেয়ে থাকতাম। সেটি গান হোক আর ফ্যাশন। কারণ, আমাদের এখানে এ বিষয়টি তেমন গুরুত্ব পেত না। এটা আমার কাছে অনেক আক্ষেপের একটি বিষয় ছিল। সেই আক্ষেপ থেকেই বড় ক্যানভাসের এই গানের উদ্যোগ,’ এভাবেই গানটি তৈরির প্রেক্ষাপট তুলে ধরলেন বিপ্লব সাহা। তাঁর আশা পূজার যে আনন্দ, এ গানে সেটি খুঁজে পাবেন শ্রোতা-দর্শক।

তিনি বলেন, উজ্জ্বল সিনহা দারুণ সুর করেছেন। হৈমন্তী, কর্ণিয়া ও স্বপ্নীল যথেষ্ট আন্তরিকতা নিয়ে গেয়েছেন। খুব কঠিন একটি গান আমরা উজ্জ্বলদার সহযোগিতায় সহজে গাইতে পেরেছি। তাই এটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

কয়েক বছর ধরে দুর্গোৎসবে নতুন গান নিয়ে আসছেন চিত্রশিল্পী ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা
সংগৃহীত

অন্য শিল্পীরাও গানটি নিয়ে উচ্ছ্বসিত। শিল্পী স্বপ্নীল সজীব বলেন, ‘বিপ্লবদাদার বিশেষ কিছু কাজ সিগনেচার হয়ে থাকে। আমার বিশ্বাস এ কাজটিও সিগনেচার হয়েই রবে।’
শিগগিরই গানটি ফ্যাশন হাউজ বিশ্ব রঙের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।