ওবামার গ্রীষ্মগানের তালিকায় পাকিস্তানি গান

সম্প্রতি নিজের পছন্দের গানের তালিকাটি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাইনস্টাগ্রাম

যুক্তরাষ্ট্রে গ্রীষ্মের ছুটি শুরু হয়ে গেছে। সময়টা আনন্দে কাটাতে সবাই ঘরের বাইরে বেরিয়ে পড়েন। সঙ্গে থাকে প্রিয় বই এবং ফোন বা আইপডে গানের বিশেষ প্লেলিস্ট। সম্প্রতি নিজের পছন্দের গানের তালিকাটি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এই গ্রীষ্মে গানগুলো বারবার শুনবেন তিনি। সেই তালিকায় রয়েছে নবীন থেকে তরুণ ক্রেজ ও কিংবদন্তি শিল্পীদের গান। ওবামার গানের তালিকায় জায়গা করে নিয়েছে পাকিস্তানি আরুজ আফতাবের গান ‘মোহাব্বাত’।

টুইটারে ওবামা লিখেছেন, বড় দেরিতে গানগুলোর নাগাল পেলাম। তালিকায় দেশের অনেক পরিচিত শিল্পী আছেন, আছেন প্রতিশ্রুতিশীলরাও।

পাকিস্তানি গায়িকা আরুজ আফতাব
ইনস্টাগ্রাম

সেই তালিকায় দেখা গেছে, সাম্প্রতিক ক্রেজ জে জেড ও রিহানার নাম রয়েছে। রয়েছে মিগোজের চলতি বছরের সিঙ্গেল ‘স্ট্রেইটেনিন’ এবং ড্রেকের ‘ওয়ান্টস অ্যান্ড নিডস’। রয়েছে হারের ‘ফাইন্ড আওয়ে’, সমসাময়িক শিল্পীদের মধ্যে রয়েছে জে কোলের ২০১৬ সালের ‘নেইবারস’, আছে একই বছর মুক্তি পাওয়া রিহানার ‘ডেসপেরাডো’।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা
ইনস্টাগ্রাম

পুরোনো গানগুলোর মধ্যে রয়েছে জর্জ হ্যারিসনের ‘মাই সুইট লর্ড’, বব ডিলানের ‘আই’ল বি ইয়োর বেবি টুনাইটস’, লুইস আর্মস্ট্রংয়ের ‘আ কিস টু বিল্ড আ ড্রিম অন’, জনি মিচেলের ‘কয়োটি’, রোলিং স্টোনসের ‘টাম্বলিং ডাইস’সহ বেশ কিছু গান।
এবারই প্রথম নয়, হোয়াইট হাউসে থাকাকালেও ওবামা নিজের প্লেলিস্ট শেয়ার করেছিলেন। সূত্র: সিএনএন