গাইবেন নাহিদ, আবৃত্তিতে মাহিদুল

রবীন্দ্রসংগীত ও কবিতা নিয়ে কাল শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরে থাকছে একটি ভিন্ন রকম অনুষ্ঠান ‘গান কবিতার ছায়াতলে’। সন্ধ্যা ছয়টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গান করবেন প্রবাসী রবীন্দ্রসংগীতশিল্পী নাহিদ কবির। এ ছাড়া আবৃত্তি করবেন বাচিকশিল্পী মাহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে নাহিদ কবিরের গানের অ্যালবাম ‘প্রভু তোমা লাগি আঁখি জাগে’-এর মোড়ক খোলা হবে। ‘সুরের মেলা’ থেকে প্রকাশিত নাহিদের নতুন অ্যালবাম সম্পর্কে তিনি বলেন, ‘এটি আমার তৃতীয় অ্যালবাম। এতে রবীন্দ্রনাথের পূজা, প্রেম ও প্রকৃতি পর্বের গান রয়েছে।’ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশেষ অতিথি ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম, করুণাময় গোস্বামী। অনুষ্ঠানটির আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আমরা সূর্যমুখী’।