‘চান্দের গাড়ি’ আসছে

মঙ্গলবার সন্ধ্যা সাতটায় কৃষ্ণপক্ষের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এ মুক্তি পাবে ‘চান্দের গাড়ি’

‘চান্দের গাড়ি’ গানটি লোকসংগীতনির্ভর। গানটির মূল দর্শন পাহাড়ি জনজীবন, মানুষ ও তাদের জীবনযাত্রার এক সুন্দরতম রূপক হিসেবে ‘চান্দের গাড়ি’র যাত্রা। গানের দল কৃষ্ণপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে দেশের নানা অঞ্চলে, নানা গানের মঞ্চে, টেলিভিশন, রেডিও অনুষ্ঠানে বহুবার এই গানটি পরিবেশন করেছে। তবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। অবশেষে কাল প্রকাশ পেতে যাচ্ছে তরুণদের চর্চিত গানটি।
মঙ্গলবার সন্ধ্যা সাতটায় কৃষ্ণপক্ষের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এ মুক্তি পাবে ‘চান্দের গাড়ি’। গানটির কথা ও সুর শিল্পী তুহিন কান্তি দাসের। দলের বেইজ গিটারিস্ট তারেক হোসেন বলেন, ‘এটি আমাদের চলতি বছরে ঘোষিত অ্যালবামের প্রথম একক গান হিসেবে মুক্তি পাবে। পর্যায়ক্রমে আমরা আরও গান ছাড়ব।’

গানের দল কৃষ্ণপক্ষ

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার বন্ধু, শুভাকাঙ্ক্ষীরা গানটির জন্য অপেক্ষা করছেন। তাঁদের অনুপ্রেরণা আর ভালোবাসার শক্তিতেই অবশেষে গানটি মুক্তি পেতে যাচ্ছে। এ গান সবার জন্য কিছুটা বিনোদন জোগাতে পারলে এবং দেশীয় পর্যটন অঞ্চলকে আরও আকর্ষণীয় করে তুলতে পারলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করি।’
গানটির সংগীত আয়োজনের কাজ শেষ হয় ২০২১ সালের ডিসেম্বর মাসে। কণ্ঠ দিয়েছেন দেবাশীষ দাস। ব্যাঞ্জো বাজিয়েছেন ইয়াসির আরাফাত রুবেল, বেইজ গিটারে ছিলেন তারেক হোসেন, অ্যাকুয়াস্টিক গিটারে মেহেদী হাসান আরিয়ান, হারমোনিয়ামে পার্থদেব বর্মণ ও পারকাশনে বেনাম চন্দ্র বর্মণ। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বা প্রাক্তন শিক্ষার্থী।

তারেক হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে ‘চান্দের গাড়ি’ গানটির মিউজিক ভিডিও সম্পন্ন করতে তাঁদের বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয়। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এই গানটির ভিডিও ধারণের কাজ সম্পন্ন হয় চট্টগ্রাম-কক্সবাজারের পাহাড়ি ও সামুদ্রিক অঞ্চলে। গানটির মিউজিক ভিডিওর সিনেমাটোগ্রাফিতে ছিলেন রনি শারাফাত ও তাঁর দল। মিউজিক ভিডিওতে ‘চান্দের গাড়ি’র ড্রাইভারের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী জীবন।