তিন দেশ থেকে এক গান

কনা ও আকাশ সেন
কনা ও আকাশ সেন

গানের নাম ‘মিশে গেছে মন’। কলকাতা থেকে লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর, সংগীত পরিচালনা আর তাতে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ সেন। তাঁর সঙ্গে বাংলাদেশ থেকে কণ্ঠ দিয়েছেন কনা। গানটির ভিডিওচিত্র তৈরি করেছেন অস্ট্রেলিয়া থেকে আশিকুর রহমান। গতকাল শনিবার সাউন্ডটেকের ইউটিউব চ্যানেল থেকে মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে।

তিন দেশ থেকে গানটির সমন্বয় প্রসঙ্গে কলকাতা থেকে মুঠোফোনে আকাশ সেন বলেন, ‘আমি কলকাতায় বসেই গানটি সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছি। এরপর তা বাংলাদেশে কনার কাছে পাঠিয়েছিলাম। কনা তার অংশটুকু রেকর্ড করে আমাকে পাঠায়।’

গত মার্চে অস্ট্রেলিয়ার সিডনির বোটানিক্যাল গার্ডেন এবং ডার্নিং হারবারের লোকেশনে গানটির ভিডিও ধারণ হয়। আকাশ সেন বলেন, ‘গত মার্চ মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ায় বৈশাখের অনুষ্ঠান করতে গিয়েছিলাম আমি। সেখানে আশিকুর রহমানের সঙ্গে দেখা হয়। তিনি চিত্রগ্রাহক ও চিত্র পরিচালক। গানটি শুনে কাজটি করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এভাবেই তিন দেশ থেকে প্রচেষ্টায় হয়ে গেল গান আর গানের ভিডিও।’

গানটি প্রসঙ্গে আকাশ সেন বলেন, ‘এটি আমার মনের কাছাকাছি একটি গান। সিডনির মনোরম লোকেশনে দারুণ হয়েছে গানটির ভিডিও।’

কনা বলেন, ‘মেলোডিয়াস গান এটি। সুরটা মিষ্টি। মেলোডিয়াস গান যাঁদের পছন্দ, তাঁদের কাছে ভালো লাগবে গানটি।’

‘মিশে গেছে মন’ গানের ভিডিওতে মডেল হয়েছেন অস্ট্রেলিয়াপ্রবাসী মেহের মৌরি।

এর আগে একই দলের সমন্বয়ে ‘রেশমি চুড়ি’ গানটি তৈরি হয়েছিল। ২০১৬ সালে ‘কনা ইউটিউব’ চ্যানেলে ‘রেশমি চুড়ি’ গানের ভিডিও প্রকাশিত হয়। ওই সময় গানটি দিয়ে কনা বেশ আলোচিত হন।