‘তুই কি আমার হবি রে’–এর পর
এর আগে কনা ও ইমরানের গাওয়া ‘তুই কি আমার হবি রে’ গানটি দারুণ জনপ্রিয়তা পায়। গানটির জন্য বিদায়ী বছরের শেষে এসে ঘোষিত ‘মেরিল–প্রথম আলো তারকা পুরস্কার–২০১৯’ জিতে নেন তাঁরা। নতুন বছরের শুরুতে প্রথম সিনেমার গানে একসঙ্গে কণ্ঠ দিলেন সংগীতের এই দুই তারকা। শিরোনাম ‘কী করি’। গানটি পরিচালক রায়হান রাফির ‘টান’ সিনেমার। এটি লিখেছেন কলকাতার রঙ্গন চক্রবর্তী। সুর ও সংগীত করেছেন জাহিদ নিরব।
কনা বলেন, ‘বছর শেষে মেরিল–প্রথম আলো পুরস্কার পাওয়াটা আমাদের আনন্দ দিয়েছে। বছরের শুরুতেই একসঙ্গে নতুন সিনেমায় গাইলাম আমরা। এটি নতুন বছরের নতুন ভালো লাগা। মিষ্টি একটি রোমান্টিক গান এটি। গাওয়ার পর মনে হয়েছে, দুজনের অন্যান্য ডুয়েট গানের মতো এই গানও দর্শক-শ্রোতাদের পছন্দ হবে।’ এই সংগীতশিল্পী আরও বলেন, ‘এই ছবির মাধ্যমে সিয়াম ও বুবলী প্রথম জুটি বেঁধেছেন। ছবিটি দেখার অপেক্ষায় আছি।’
এর আগে ‘বসগিরি’ ছবির ‘দিল দিল’, ‘পোড়ামন ২’ ছবির ‘ওহে শ্যাম’, ‘দহন’ ছবির ‘প্রেমের বাক্স’সহ বেশ কয়েকটি ছবির ডুয়েট গান ইমরান ও কনার কণ্ঠে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। ‘দিল দিল’ ও ‘ওহে শ্যাম’ গানের জন্যও দুজনই ‘মেরিল–প্রথম আলো পুরস্কার’ ঘরে তুলেছেন।