দুই বছর পর তৌসিফের গান

তৌসিফ আহমেদ
ছবি : সংগৃহীত

‘বৃষ্টি ঝরে যায়’, ‘দূরে কোথাও’, ‘আমারে ছাড়িয়া’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’ এমন সব গানের শিল্পী তৌসিফ আহমেদ। তবে ‘বৃষ্টি ঝরে যায়’ গানটির মাধ্যমে নিজেকে সবার কাছে বেশি করে চিনিয়েছেন তিনি। তারপর বিভিন্ন দিবসে অ্যালবামও প্রকাশ পেয়েছে। কিন্তু কোনো গানই ‘বৃষ্টি ঝরে যায়’ গানটির জনপ্রিয়তাকে ছাড়িয়ে যেতে পারেনি। ২০২০ সালে তাঁর গাওয়া ‘চোখে মেঘ জমেছে’ গানের ভিডিও প্রকাশিত হয়। দুই বছরের মাথায় ‘ভালোবাসো কিনা’ শিরোনামে নতুন আরেকটি গান নিয়ে হাজির হচ্ছেন তৌসিফ। সপ্তাহখানেকের মধ্যে গানটি প্রকাশিত হবে বলে জানালেন শিল্পী।

নতুন মিউজিক ভিডিওর শুটিংয়ের ফাঁকে তৌসিফ (ডান থেকে দ্বিতীয়)
ছবি : সংগৃহীত

প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে ২০০৭ সালে প্রকাশিত হয় তৌসিফের ক্যারিয়ারের প্রথম অ্যালবাম ‘অভিপ্রায়’। পরবর্তী সময়ে পরপর আটটি অ্যালবাম প্রকাশিত হয় তাঁর। প্রতিটি অ্যালবামই বাণিজ্যিকভাবে সফল ও শ্রোতাপ্রিয় হয়। এরপরও গানে খুব একটা নিয়মিত ছিলেন না তিনি। কারণ হিসেবে বলেন, ‘মূলত সংসার ও সন্তানকে সময় দিয়েছি বেশি। তা ছাড়া একটা ব্যবসা নিয়েও ব্যস্ত ছিলাম। তারপরও গান করেছি, কিন্তু সেগুলো মনের মতো হয়নি বলে আর প্রকাশ করা হয়নি। এমনকি এই সময়টায় দর্শকদের টেস্টও কিছুটা পরিবর্তন হয়েছে। ভাইরাল গানের আধিপত্য ছিল অনেক বেশি। এখনো আছে, তবে শ্রোতাদের জন্য ভালো কিছু করতে তাই সময় নিয়েছি। এখন থেকে নিয়মিত গান আসবে। মাসে অন্তত একটা হলেও গান রিলিজ করার ইচ্ছা রয়েছে।’

তৌসিফের মিউজিক ভিডিওর একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

ভাইরাল গানের এই যুগে আপনার গানটি কেন গ্রহণ করবে মনে করছেন? এমন প্রশ্নে তৌসিফ বললেন, ‘গ্রহণ করবে কি না জানি না। চেষ্টা করেছি ভালো গান করার বাকিটা শ্রোতাদের ওপর নির্ভর করবে।’ নতুন গানটি কোন ধরনের জানতে চাইলে তৌসিফ বলেন, ‘গানটায় আলাদা করার মতো বিশেষ কিছু আছে কি না, সেটা বলতে পারব না। তবে আমার গান যাঁরা পছন্দ করেন, তাঁরা এই গানটায় পুরোনো আমাকেই খুঁজে পাবেন। এই গানে আমি আমার নিজের একটা সিগনেচার রেখেছি। শ্রোতারা বহুদিন ধরে বলে আসছিল, আমার আগের গানগুলোর মতো তারা কিছু গান আবারও চায়। সেই লক্ষ্যে নতুন সুরে সহজ–প্রাঞ্জল একটা আধুনিক গান করেছি।’

তৌসিফের গাওয়া ‘ভালোবাসো কিনা’ গানের কথা লিখেছেন তারেক আনন্দ, সুর তৌসিফের আর সংগীতায়োজন করেছেন টফি রেনার। গানটির ভিডিও চিত্র নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানটি প্রকাশ হবে জি-সিরিজের ইউটিউব প্ল্যাটফর্মে।