দুই বাঙালির হাত ধরে নতুন গান নিয়ে ‘ফিরছেন’ কেকে

মৃত্যুর পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো গানের আলোচনা উঠলেই ঘুরেফিরে আসছে কেকের নাম
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকের আকস্মিক মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি সংগীতপ্রেমীরা। গত মঙ্গলবার রাতে কলকাতার নজরুল মঞ্চে এক সংগীতানুষ্ঠানে গাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরদিন মুম্বাইয়ের ভারসোভা মহাশ্মশানে হয় তাঁর শেষকৃত্য। এরপর কনসার্টে নিরাপত্তা নিয়ে অনেক কথা হয়েছে। কেকের মৃত্যুর তিন দিন পরেই সেই নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান করেছেন জনপ্রিয় শিল্পী অনুপম রায়।

কৃষ্ণ কুমার কুন্নাথ (কেকে)। ছবি: জাহিদুল করিম

মৃত্যুর পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো গানের আলোচনা উঠলেই ঘুরেফিরে আসছে ‘পাল’ গায়কের নাম। নতুন খবর হলো, কেকের নতুন একটি গান মুক্তি পাচ্ছে আজ। নতুন গানের সূত্রে দুই বাঙালির হাত ধরে আবারও ফিরে আসছেন গায়ক।
‘ধুম পানি বেহনে দে’ শিরোনামের গানটি ব্যবহৃত হয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের।

কলকাতার মঞ্চে কেকে

তাঁর ছবি ‘শের দিল—দ্য পিলিভিট সাগা’ মুক্তি পাবে ২৪ জুন। এই গানে সুর দিয়েছেন আরেক বাঙালি সুরকার ও সংগীত পরিচালক শান্তনু মৈত্র । হিন্দি ভাষায় নির্মিত ছবিটি প্রযোজনা করছে টি-সিরিজ। পশ্চিমবঙ্গের ডুয়ার্স জঙ্গলে শুটিং হওয়া ছবিতে অভিনয় করেছেন, পঙ্কজ ত্রিপাঠি, নীরজ কবি, সায়নী গুপ্ত প্রমুখ।
কিছুদিন আগেই গানটি রেকর্ড হয়েছে। কেকের মৃত্যুর পর গায়কের সঙ্গে ছবি দিয়ে সামাজিক মাধ্যমে গায়কের স্মৃতি রোমন্থন করেছিলেন পরিচালক।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন