default-image

‘দেহরক্ষী’ ছবির আইটেম গান ‘রাতের রানি সোহানা’ ও ‘রাজত্ব’ ছবির রোমান্টিক গান ‘তুমি ছাড়া কে আছে হৃদয়ে’ দিয়েই দোলার পেশাদার সংগীতজীবন শুরু। দুটি সিনেমারই প্রযোজক তাঁর বাবা। এরপর আরও কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন দোলা। তাঁর বড় ভাই সংগীত পরিচালক অদিতের সংগীতায়োজনে এসব গান প্রকাশিত হয়। এবার ভাইয়ের বৃত্ত থেকে বের হয়ে এলেন তিনি। গাইলেন নতুন গান। ‘দুজনে দুজনার’ শিরোনামে এই গানের একটি ভিডিও তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার প্রথম আলোর ফেসবুক ও ইউটিউবে গানটি প্রকাশিত হবে।

সংগীতচিত্রেও দেখা যাবে দোলাকে। এটি তাঁর জীবনের প্রথম অভিনয়। যদিও এর আগে অনেকবার অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বলে জানান তিনি। দোলা বলেন, ‘আমি বরাবরই নিজেকে এক্সপ্লোর করতে চাই। চলচ্চিত্রের আইটেম গান দিয়ে শুরু করলেও আমার গানের ধরন ওটা ছিল না। তারপরও সিনেমায় কাজ করাটা সব সময় রোমাঞ্চকর। সিনেমার দুটি গান গাওয়ার পর দুই ভাইবোন মিলে বেশ কয়েকটি ফিউশন মিউজিক করা শুরু করি। এবার ভাইয়ার বলয় থেকে বের হয়ে অন্যদের সঙ্গেও কাজ করলাম।’

বিজ্ঞাপন
default-image

নতুন গানটির কথা লিখেছেন জাওয়াদ খালিদ। যৌথভাবে সংগীত পরিচালনা করেছেন মেনন ও রিপু। সংগীতচিত্রের পরিচালক প্রীত রেজা। গানটি প্রসঙ্গে দোলা বলেন, ‘গানটা মেলোডি ধাঁচের। এই গানে অন্য রকম একটা ভালোবাসা ও আবেগের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। এখনই তা প্রকাশ করতে চাইছি না। মানুষ গানটি দেখুক, গল্পটা সেখান থেকেই জানুক সবাই।’

জানা গেছে, গত বছরের মার্চে ‘দুজনে দুজনার’ গানটি প্রকাশ করার পরিকল্পনা ছিল। কিন্তু লকডাউন শুরু হয়ে যাওয়ায় সংগীতচিত্র তৈরি করা সম্ভব হয়নি। সম্প্রতি সিলেটের একটি অবকাশকেন্দ্রে সংগীতচিত্রের শুটিং করা হয়েছে।

default-image
গান থেকে আরও পড়ুন
মন্তব্য করুন