প্রথমবার জীবনসঙ্গীর সংগীতায়োজনে

অণিমা রায়

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস উপলক্ষে সংগীতশিল্পী অণিমা রায় প্রকাশ করেছেন ‘মেঘ বলেছে যাব যাব’ গানটি। তাঁর এবারের গানটির সংগীতায়োজন করেছেন জীবনসঙ্গী গীতিকার ও সংগীত পরিচালক তানভীর তারেক। তাঁর ‘স্টুডিও কোলাহল’-এ এই গানের সংগীতায়োজন করা হয়।

অণিমা রায়
ছবি: সংগৃহীত

অণিমা রায় বলেন, ‘বাইশে শ্রাবণ, বর্ষা আর বিরহ—সব মিলিয়ে খুবই সময়োপযোগী এই গান। তানভীরকে বলেছিলাম তার নিজের স্টাইলেই এই গানের কম্পোজিশন করতে। সেভাবেই সময়োপযোগী একটি কম্পোজিশন করেছে। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাস্বরূপ এই গানটি আমার শ্রোতাদের জন্য বিশেষ নিবেদন।’

তানভীর তারেক ও অনিমা রায়

তানভীর তারেক বলেন, ‘প্রথমবারের মতো অণিমার কোনো গানে কম্পোজিশন করলাম। রবীন্দ্রনাথের গানের সংগীতায়োজন করাটা একটু কঠিন। কারণ, দেশে–বিদেশে এর নানা রকম কম্পোজিশন হয়ে গেছে। তাই এই গানটি করার সময় কোনো রেফারেন্স কম্পোজিশন ইচ্ছে করেই শুনিনি।

৭ মাত্রার গান, রিদম প্যাটার্নটা আমাদের জনশ্রুত দাদরা, কাহারবার বাইরে। সেভাবে গিটার, পিয়ানো, চেলো, লুপ বিট, তবলা—এসবের মিশেলে গানটি তৈরি করেছি। আশা করি, শ্রোতারাও গানটিতে সেই যত্নের ছাপ পাবেন।’ বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউবে প্রকাশিত হয়েছে।

অনিমা রায়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগীতশিল্পী অণিমার কাজ থেমে নেই। তাঁর দুটি স্কুল। সুরবিহার সংগীত আর অঙ্কন পাঠশালা। গত বছর তাঁর দুই প্রতিষ্ঠানকে নিয়ে এসেছেন অনলাইনের আওতায়। এখন কেবল ঢাকা নয়, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী, সিলেট এমনকি দেশের বাইরে থেকেও দলে দলে শিক্ষার্থীরা যোগ দিচ্ছে এই অনলাইন কোর্সে।

অনিমা রায়। ছবি: ফেসবুক থেকে