প্রথম ভিডিওতে সাড়া, সিকুয়েলের সিদ্ধান্ত

ইমরান মাহমুদুল

প্রকাশিত হয়েছে বাংলাদেশি গায়ক ইমরান মাহমুদুলের গাওয়া হিন্দি গানের প্রথম ‘ম্যাইনু দাস তু’। ২৭ মে শুক্রবার রাতে ভারতের একটি ইউটিউব থেকে প্রকাশিত হয় গানটি। রোববার সন্ধ্যা পর্যন্ত  ভিডিওটির ভিউ হয়েছে সাড়ে ১৩ লাখ। ভিডিওর নিচে কমেন্ট পড়েছে সাড়ে তিন হাজারের বেশি। এদিকে ভারতীয় ওই প্রযোজনা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে, এই গানের সিকুয়েল হবে। গানটি প্রকাশের পর এমন সাড়া পেয়ে খুশি ইমরান।
ইমরান বলেন, ‘গানটির এত দ্রুত ভিউ হবে বুঝিনি। বাংলাদেশের দর্শক-শ্রোতা তো আছেনই,  ভারতের দর্শকেরাও গানটি নিয়ে অনেক প্রশংসা করে লিখছেন। একজন বাংলাদেশি হিসেবে খুবই ভালো লাগছে আমার।’

ইমরান মাহমুদুল

ইউটিউবে মন্তব্যের ঘরে বাংলাদেশি এক দর্শক লিখেছেন, ‘গানটি যতই শুনছি, ততই ভালো লাগছে। ইমরানের কণ্ঠে অসাধারণ হয়েছে হিন্দি গান। ভিডিও চিত্রটিও সুন্দর হয়েছে।’ ভারতীয় এক দর্শক লিখেছেন, ‘দূরত্ব আমাদের আলাদা করতে পারে না। ভারত-বাংলাদেশ ফরএভার। আমরা এক।’
ইমরান জানালেন, এর আগে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জাভেদ আলী, সনু নিগাম, শান, সালমান আলীসহ অনেক জনপ্রিয় সংগীতশিল্পীর গান প্রকাশিত হয়েছে। সেই তালিকায় তাঁর নাম যুক্ত হলো। গানটি প্রশংসা পাচ্ছে, এটি তাঁর জন্য ভীষণ সুখের অনুভূতি।
গানটি দর্শকের পছন্দের তালিকায় উঠে আসায় খুশি প্রযোজনা প্রতিষ্ঠান। তারা এখন গানটির সিকুয়েল করতে চাইছে। ইমরান বলেন, ‘গানটি প্রকাশ হওয়ার এক দিনের মাথায় ভারতীয় ওই প্রযোজকের সঙ্গে ফোনে কথা হয়েছে আমার। তাঁরা সিকুয়েল করবেন গানটির।’

ইমরান মাহমুদুল

ঈদুল ফিতর ও ইউরোপে স্টেজ শোতে অংশ নেওয়ার কারণে এই গানের ভিডিওতে থাকতে পারেননি ইমরান। তবে সিকুয়েলের ভিডিওতে থাকবেন, জানালেন ইমরান। ‘ম্যাইনু দাস তু’ গানের কথা লিখেছেন রজত। যৌথভাবে সুর-সংগীত করেছেন রাহুল ও অঞ্জন। ভিডিওতে মডেল হয়েছেন নন্দিনী ও সায়নি। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আমান নাটিয়াল।