বগা তালেবের নতুন গান ‘সুতোর ওপর হাঁটছে যারা’

কোক স্টুডিও বাংলায় পরিবেশনা দিয়ে সবার নজরে আসেন বগা তালেব। রাজশাহীর লোকগানের দল স্বরব্যাঞ্জোর ভোকাল এই বগা তালেব এবার আসছেন নতুন আরেকটি গান নিয়ে। এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে গানটির শিরোনাম ‘সুতোর ওপর হাঁটছে যারা’। গানটির মিউজিক ডিজাইন করেছেন অটামনাল মুন। এরই মধ্যে গানটি এক নির্ঝর কোলাবোরেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

বগা তালেব
ছবি : সংগৃহীত

গান প্রসঙ্গে নির্ঝর বলেন, এই গানটা মূলত স্বাধীন সৃজনশীলদের মৌলিক চর্চাকে উৎসাহ দিতে তরুণ শিল্পী এবং কুশলীদের যুক্ত করে সময়ের কথা বলা। মে দিবস ও ঈদ উৎসব উদ্‌যাপন, এসবের মধ্যে কত প্রশ্নই লুকিয়ে থাকে। একটা গান দিয়ে সেগুলোর যেটুকু প্রকাশ করা যায়।

‘সুতোর ওপর হাঁটছে যারা’ গানের কথা লিখেছেন ও সুর করেছেন এনামুল করিম নির্ঝর

বগা তালেবের আসল নাম রিপন সরকার। কিন্তু সেই নামে তাঁকে খুব কম মানুষই চেনেন। রাজশাহীতে বেড়ে ওঠা এই সংগীতশিল্পী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শাস্ত্রীয় সংগীত বিষয়ে পড়াশোনা করেছেন। ২০১৪ সালে রাজশাহীতে সমমনা বন্ধুদের নিয়ে গড়া গানের দল স্বরব্যাঞ্জো দিয়ে তালেবের যাত্রা শুরু। তিনি বলেন, ‘গানটা যখন আমাকে পাঠানো হয়, তখন আমি বাসে। গানটার কথা ও সুর আমার মনে ধরে যায়। এরপর স্টুডিওতে গেলাম, গাইলাম। নির্ঝর ভাইয়ের মতো গুণী মানুষের কথা-সুরে গাইতে পেরে ভালো লাগছে। পাশাপাশি আরেকটি ভালো লাগার কারণ, এর মিউজিক করেছেন অটামনাল মুন। তিনি আমার ভীষণ পছন্দের একজন মিউজিশিয়ান।’

‘সুতোর ওপর হাঁটছে যারা’ গানের সংগীতায়োজন করেছেন অটামনাল মুন

‘সুতোর ওপর হাঁটছে যারা’ প্রযোজনা করেছে ‘এক নির্ঝর কোলাবোরেশন’ এবং ‘গানশালা’। এর আগে আরও অনেক শিল্পীর গান প্রকাশ করেছে এক নির্ঝর কোলাবোরেশন এবং গানশালা। আরও অনেক শিল্পীর গান প্রকাশ করা হবে বলে জানালেন এনামুল করিম নির্ঝর।