সাজেদ ফাতেমী

এসেছে লোকগানের শিল্পী সাজেদ ফাতেমীর নতুন গান ‘চার দেয়ালে শৈশব’। নাগরিক জীবনে শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সংকট নিয়ে এ গান, যাতে ফুটে উঠেছে শৈশবের বন্দিত্ব। সম্প্রতি ইউটিউবে ভিডিওসহ গানটি প্রকাশিত হয়েছে।

গানটি নিয়ে সাজেদ ফাতেমী বলেন, ‘বড় পরিবারগুলো ভাঙছে। এই ভাঙন চলছে বহু আগে থেকেই। গ্রামীণ জীবনের অবসান ঘটিয়ে প্রতিনিয়ত নাগরিক জীবনে ধাবিত হচ্ছে মানুষ। শহর ঢুকে পড়ছে গ্রামে। এগুলো চলবে। কিন্তু এক বা দুই সন্তানের পরিবারগুলো ভীষণ এককেন্দ্রিক হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম দূরদূরান্তের মানুষকে এক সুতায় বাঁধলেও কোথাও যেন একটা হাহাকার, শূন্যতা দেখতে পাই। আমাদের শিশুসন্তানকে দেওয়ার মতো সময় যেন ফুরিয়ে গেছে। আমরা ধীরে ধীরে কেমন যেন যন্ত্রে পরিণত হচ্ছি। একক পরিবারের সন্তানদের নিঃসঙ্গতা ও হাহাকার নিয়েই “চার দেয়ালে শৈশব”।’

ফাতেমীর প্রথম একক অডিও অ্যালবাম প্রকাশিত হয় ২০০৩ সালে। ২০০৭ সালে শুরু করেন লোকগানের দল নকশীকাঁথা। তাঁর নতুন গান ‘চার দেয়ালে শৈশব’ লিখেছেন সাজ্জাদ হোসেন, সংগীতায়োজন করেছেন রোমেল হাসান, খান মাহী তৈরি করেছেন সংগীতচিত্র আর সুর করেছেন শিল্পী নিজেই। গত বৃহস্পতিবার ইউটিউবে অবমুক্ত হয় সেটি। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।