বহুদিন পর হায়দারের নতুন গান, গিটারে কমল

হায়দার হোসেন

আড়াই বছর বিরতি দিয়ে নতুন গান করলেন হায়দার হোসেন। গানের শিরোনাম ‘ভাবতে কি লাগে ভালো’। সাধারণত দেশ, সমাজ ও মানবতার বার্তা নিয়ে গান করেন হায়দার হোসেন। এই কণ্ঠশিল্পী জানান, এবারের গানটিও জীবনমুখী। আজ রাতে শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে গানটির লিরিক ভিডিও প্রকাশিত হবে। গানটি তাঁর নিজেরই লেখা। সুর ও সংগীত করেছেন অনিক ফয়সাল।
তাঁর শেষ গাওয়া গান বাজারে আসে ২০১৯ সালের প্রথম দিকে, শিরোনাম ছিল ‘অল্প বয়সী বউ’। এরপর আর নতুন কোনো গান করেননি এই শিল্পী।

ব্যতিক্রম ধারার গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন শিল্পী হায়দার হোসেন। ছবি: সংগৃহীত

হায়দার হোসেন বলেন, ‘বয়স বেড়েছে এখন। চাইলেই তো দৌড়াতে পারি না। প্রতি মাসে গান করতে পারি না। তাই আস্তে-ধীরে কাজ করছি। তা ছাড়া অনেক দিন ধরে করোনার সংক্রমণ চলছে। সব মিলে বছর তিনেক কাজ করা হয়নি। এখন প্রয়োজনবোধ থেকেই কাজটি করলাম।’

এই গানের বার্তা কী? ‘আমাদের সমাজে কিছু মানুষ আছেন, পয়সা দিয়ে মেয়েদের ব্যবহার করেন। আবার কিছু মানুষ আছেন, মিষ্টি মিষ্টি কথা বলে মেয়েদের কাছে টানেন, ব্যবহার করেন। সব মেয়েকে সাবধান করে এই গানের বার্তা’, বললেন হায়দার হোসেন।

হায়দার হোসেনের গানে গিটার বাজিয়েছেন ওয়ারফেজের গিটারিস্ট কমল

হায়দার হোসেন জানান, গানটিতে গিটার বাজিয়েছেন ওয়ারফেজের গিটারিস্ট কমল। তিনি বলেন, ‘বলতে পারেন, কমলের কারণে এমন একটি গান করতে আমি সাহস করেছি। একটা গানের যে গল্প আছে, সেটা তিনি গিটারের সুরে ফুটিয়ে তুলেছেন।’

হায়দার হোসেন। ছবি: প্রথম আলো

শিগগিরই গানটির ভিডিও তৈরি হবে। সেই প্রস্তুতি চলছে বলে জানান এ সংগীতশিল্পী।
গিটারিস্ট কমল বলেন, ‘হায়দার ভাইয়ের সঙ্গে কাজটি করার পর বুঝতে পেরেছি, তিনি কত বড় মাপের মিউজিশিয়ান, কত বড় মাপের মানুষ। এই গানে তাঁর লিরিকও কত সুন্দর, কত শৈল্পিক!’