অভিনয়শিল্পী ও তাঁদের পরিবারের সদস্যরাসহ একটা প্রাণবন্ত আড্ডা হয়ে গেল বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন দম্পতির বনানীর বাসায়। সংগীতশিল্পীর বাসা বলে কথা, গান হবে না তা কি হয়! খাওয়াদাওয়া ও গানবাজনায় হয়ে যায় মধ্যরাত। গতকাল বৃহস্পতিবারের সেই আড্ডার কিছু স্থিরচিত্র নিয়ে এই অ্যালবাম
১ / ১১
আড্ডা ও খাওয়াদাওয়ার ফাঁকে তারিনের সেলফিতে এভাবেই ধরা দিলেন তানিয়া হোসাইন, পরিচালক শাহনেওয়াজ কাকলী, অভিনয়শিল্পী শামীমা তুষ্টি, প্রাণ রায়, মৌসুমী নাগ, সোয়েব ও সবার পেছনে (বাঁয়ে) বাপ্পা মজুমদারছবি : সংগৃহীত
২ / ১১
আড্ডার এক ফাঁকে তোলা ছবিতে বাঁ থেকে মৌসুমী নাগ, শামীমা তুষ্টি, তারিন, প্রাণ রায়, তানিয়া হোসাইন, নাজনীন চুমকী ও শাহনেওয়াজ কাকলীছবি : সংগৃহীত
৩ / ১১
কার কথা মনোযোগ দিয়ে শুনছেন প্রাণ রায় ও শাহনেওয়াজ কাকলী দম্পতি। কথা প্রসঙ্গে জানা গেল, তাঁরা তখন বাপ্পা মজুমদারের গানে মগ্ন ছিলেন।ছবি : সংগৃহীত
৪ / ১১
বাপ্পা মজুমদারের কথা মন দিয়ে শুনছিলেন অভিনয়শিল্পী তারিন।ছবি : সংগৃহীত
৫ / ১১
বাপ্পা ও তানিয়া দম্পতির বাসার দেয়ালজুড়ে রয়েছে অনেক পেইন্টিং ও বিভিন্ন সময়ে তোলা স্থিরচিত্র। ঘুরে ঘুরে এসবই দেখছিলেন প্রাণ রায়।ছবি : সংগৃহীত
রিচিকে এখন আর ঢাকায় খুব একটা দেখা যায় না। পরিবার নিয়ে তাঁর থাকা হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তবে ঢাকায় এলে পরিচিতজনদের দাওয়াতে অংশ নেন। বাপ্পা–তানিয়ার বাসায় একসঙ্গে দেখা গেল রিচি ও কাকলীকে। এই দুজনের সঙ্গে একটি চলচ্চিত্রে কাজ করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।ছবি : সংগৃহীত
৮ / ১১
এক ফ্রেমে হাস্যোজ্জ্বল তারিন, বাপ্পা মজুমদার ও রিচি সোলায়মান।ছবি : সংগৃহীত
৯ / ১১
কী বলছিলেন কাকলী আর মনোযোগ দিয়ে কী শুনছিলেন রিচি, তা অবশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে কাকলীর সঙ্গে কথা বলে জানা যায়, নতুন করে কাজের পরিকল্পনা করছেন তাঁরা।ছবি : সংগৃহীত