default-image

চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের পাঁচ বছরে পাওনা পুরস্কার প্রদান করল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার আগারগাঁওয়ে নবনির্মিত ফিল্ম আর্কাইভ ভবন মিলনায়তনে বাচসাস চলচ্চিত্র পুরস্কার বিতরণের ৩৯তম আসর অনুষ্ঠিত হয়। চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাচসাস তার সুবর্ণজয়ন্তী উৎসব ও ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পাঁচ বছরের পুরস্কার প্রদান করে। পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে ট্রফির গায়ে ‘সাংবাদিক’ বানান ভুল লেখা হওয়ায় ফেসবুকে আয়োজন নিয়ে ব্যাপক সমালোচনাও হয়।

বাচসাসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল বেলা ১১টায় দিনব্যাপী উৎসবের উদ্বোধন করা হয়। এই আয়োজনে দিনব্যাপী ছিল সেমিনার, প্রীতি বিতর্ক, পোস্টার প্রদর্শনী ও চলচ্চিত্র প্রদর্শনী। সন্ধ্যায় নায়ক-নায়িকা, পরিচালক ও কলাকুশলীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার প্রদানের পাশাপাশি ছিল সাংস্কৃতিক নানা আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বাচসাস সভাপতি আবদুর রহমান বলেন, ‘বাচসাস পুরস্কার নিয়ে চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা আগ্রহভরে অপেক্ষা করেন। কয়েক বছর ধরে তা অনিয়মিত ছিল। নানা কারণে আমরা অনুষ্ঠান করে পুরস্কারগুলো চলচ্চিত্রের মানুষদের হাতে তুলে দিতে পারিনি। এ নিয়ে কিছুটা মনঃকষ্ট কাজ করেছিল। এবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দিতে পেরে ভালো লাগল।’

আয়োজক কমিটি জানায়, বাচসাস চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন শাকিব খান, অপু বিশ্বাস, সিয়াম, পূজাসহ আরও অনেকে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আনজাম মাসুদ, দেবাশীষ বিশ্বাস, সৈকত সালাহউদ্দিন ও শান্তা জাহান।

বাচসাসের সুবর্ণজয়ন্তীর এই আসরে এবার আজীবন সম্মাননা প্রদান করা হয় আলমগীরকে। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট পাঁচ ব্যক্তিত্বকে দেওয়া হয় বিশেষ ইমেরিটাস অ্যাওয়ার্ড। তাঁরা হলেন সৈয়দ হাসান ইমাম (অভিনয় ও নির্মাণ), কোহিনুর আখতার সুচন্দা (অভিনয়), সাবিনা ইয়াসমিন (সংগীত), মীর্জা আবদুল খালেক (প্রদর্শক) ও ফরিদুর রেজা সাগর (প্রযোজক)।

default-image


একনজরে বাচসাস পুরস্কার ২০১৪-২০১৮
আজীবন সম্মাননা: আলমগীর

ইমেরিটাস অ্যাওয়ার্ড
সৈয়দ হাসান ইমাম
কোহিনুর আখতার সুচন্দা
সাবিনা ইয়াসমীন
মীর্জা আবদুল খালেক
ফরিদুর রেজা সাগর

বাচসাস পুরস্কার ২০১৪
শ্রেষ্ঠ চলচ্চিত্র: দেশা: দ্য লিডার
শ্রেষ্ঠ পরিচালক: সৈকত নাসির (দেশা: দ্য লিডার)
শ্রেষ্ঠ সংগীত পরিচালক: আহম্মেদ হুমায়ূন (স্বপ্ন ছোঁয়া)
শ্রেষ্ঠ গায়ক: বেলাল খান (অল্প অল্প প্রেমের গল্প)
শ্রেষ্ঠ গায়িকা: লেমিস (অগ্নি)
শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক: চন্দন রায়চৌধুরী (দেশা: দ্য লিডার)
শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্বচরিত্রে): তারিক আনাম খান (দেশা: দ্য লিডার)
শ্রেষ্ঠ অভিনেতা: ফেরদৌস (এক কাপ চা)
শ্রেষ্ঠ অভিনেত্রী: মাহিয়া মাহি (দেশা: দ্য লিডার)

বাচসাস পুরস্কার ২০১৫
শ্রেষ্ঠ চলচ্চিত্র: পদ্মপাতার জল
শ্রেষ্ঠ পরিচালক: মোরশেদুল ইসলাম (অনিল বাগচীর একদিন)
শ্রেষ্ঠ সংগীত পরিচালক: শওকত আলী ইমন (ব্ল্যাকমানি)
শ্রেষ্ঠ গায়ক: আসিফ আকবর (পদ্মপাতার জল)
শ্রেষ্ঠ গায়িকা: এলিটা করিম (পদ্মপাতার জল)
শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক: মাহফুজুর রহমান খান (পদ্মপাতার জল)
শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্বচরিত্রে): সাদেক বাচ্চু (লাভ ম্যারেজ)
শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্বচরিত্রে): জ্যোতিকা জ্যোতি (অনিল বাগচীর একদিন)
শ্রেষ্ঠ অভিনেতা: আরিফিন শুভ (ছুঁয়ে দিলে মন)
শ্রেষ্ঠ অভিনেত্রী: বিদ্যা সিনহা মিম (পদ্মপাতার জল)

বাচসাস পুরস্কার ২০১৬
শ্রেষ্ঠ চলচ্চিত্র: অজ্ঞাতনামা
শ্রেষ্ঠ পরিচালক: তৌকীর আহমেদ (অজ্ঞাতনামা)
শ্রেষ্ঠ সংগীত পরিচালক: পিন্টু ঘোষ (অজ্ঞাতনামা)
শ্রেষ্ঠ গায়িকা: সিঁথি সাহা (ভোলা যায় না তারে)
শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক: রাশেদ জামান (আয়নাবাজি)
শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্বচরিত্রে): ফজলুর রহমান বাবু (অজ্ঞাতনামা)
শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্বচরিত্রে): মৌসুমী হামিদ (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২)
শ্রেষ্ঠ অভিনেতা: চঞ্চল চৌধুরী (আয়নাবাজি)
শ্রেষ্ঠ অভিনেত্রী: নাবিলা (আয়নাবাজি)
জুরিবোর্ডের বিশেষ পুরস্কার: কুমার বিশ্বজিৎ

বাচসাস পুরস্কার ২০১৭
শ্রেষ্ঠ চলচ্চিত্র: রাজনীতি
শ্রেষ্ঠ চলচ্চিত্র: ঢাকা অ্যাটাক
শ্রেষ্ঠ পরিচালক: হাসিবুর রেজা কল্লোল (সত্তা)
শ্রেষ্ঠ সংগীত পরিচালক: বাপ্পা মজুমদার (সত্তা)
শ্রেষ্ঠ গায়ক: জেমস (সত্তা)
শ্রেষ্ঠ গায়িকা: মমতাজ (সত্তা)
শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক: আসাদুজ্জামান মজনু (রাজনীতি)
শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্বচরিত্রে): আনিসুর রহমান মিলন (রাজনীতি)
শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্বচরিত্রে): রুনা খান (হালদা)
শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্বচরিত্রে): নাসরিন (সত্তা)
শ্রেষ্ঠ অভিনেতা: শাকিব খান (সত্তা)
শ্রেষ্ঠ অভিনেত্রী: তিশা (হালদা)
শ্রেষ্ঠ অভিনেত্রী: অপু বিশ্বাস (রাজনীতি)

বাচসাস পুরস্কার ২০১৮
শ্রেষ্ঠ চলচ্চিত্র: দেবী
শ্রেষ্ঠ পরিচালক: অনম বিশ্বাস (দেবী)
শ্রেষ্ঠ গায়ক: ইমরান (নায়ক)
শ্রেষ্ঠ গায়িকা: আঁখি আলমগীর (একটি সিনেমার গল্প)
শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক: সাইফুল শাহীন (পোড়ামন ২)
শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্বচরিত্রে): মিশা সওদাগর (জান্নাত)
শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্বচরিত্রে): শবনম ফারিয়া (দেবী)
শ্রেষ্ঠ অভিনেতা: সিয়াম (দহন)
শ্রেষ্ঠ অভিনেত্রী: জয়া আহসান (দেবী)
জুরিবোর্ডের বিশেষ পুরস্কার: পূজা চেরী (নবাগত নায়িকা)

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0