সোমনূর মনির কোনাল ঢাকার মেয়ে, তাঁর শ্বশুরবাড়ি চট্টগ্রাম। এবারে চট্টগ্রামের ভাষায় একটি নতুন গান গাইলেন এই শিল্পী। ঈদে কোনালের কণ্ঠে গানটি শোনা যাবে ঈদেরই এক নাটকে।
মাঝরাতে রেকর্ডিং স্টুডিওর ছবি পোস্ট করে কোনাল ফেসবুকে লিখেছেন, ‘জীবনে প্রথম চিটাগাংইয়া ভাষায় গান রেকর্ড করলাম একটি নাটকের জন্য। সে এক যুদ্ধ! আভ্রালকে ধন্যবাদ, গানের কথাগুলো ধরে ধরে শিখিয়ে দেওয়ার জন্য। তবু আমি ভীত, ঢাকাইয়া মেয়ে, না জানি কেমন গাইলাম চাটগাঁইয়া গান। তবে আমি চিটাগাংয়ের ভাষায় একটা গান গাইতে চেয়েছিলাম, শ্বশুরবাড়ি বলে কথা!’
‘প্রেমের বান’ শিরোনামে গানটি লিখেছেন এম এ আলম শুভ; সুর ও সংগীতায়োজন করেছেন আভ্রাল। কোনাল জানালেন, উদ্দীপনামূলক গানটি গেয়ে দারুণ আনন্দ পেয়েছেন তিনি। কোনাল বলেন, ‘গানটা শিখতে প্রায় আধঘণ্টা সময় লেগেছে। গাওয়ার সময় বারবার ভুল হচ্ছিল। চিটাগাংয়ের মানুষ যেন আমার এই গান ভালোবাসার সঙ্গে শোনেন, তাহলে আর ভুল ধরা পড়বে না।’
সম্প্রতি শপিং মলের বিজ্ঞাপনের জিঙ্গেল, সিনেমার গানসহ বেশ কিছু কাজ করেছেন কোনাল। মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২১–এ ‘শনির দশা’ নাটকের ‘হৃদয়ের আয়না’ গানের জন্য তিনি পেয়েছেন মনোনয়ন। আর ২০২০ সালে ‘বীর’ ছবির জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছেন কোনাল। কোনালের গাওয়া ‘প্রেমের বান’ গানটি দেখা যাবে ‘হাঙর’ নাটকে। এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান, সামিরা খান প্রমুখ।