১২ বছর পর জেমস, আসছেন ‘আই লাভ ইউ’ বলতে

সংবাদ সম্মেলনে জেমসছবি: কবির হোসেন

গত এক যুগে হাতে গোনা কয়েকটি চলচ্চিত্রের গানে জেমসকে পাওয়া গেলেও পাওয়া যায়নি কোনো অডিওর গানে। এই না পাওয়াটা দিন, মাস ও বছরের হিসাবে ১২ বছরের বেশি। নতুন কোনো অ্যালবাম, নতুন কোনো অডিও গান—কোথাও ছিলেন না বাংলাদেশি ব্যান্ড সংগীতের জনপ্রিয় জেমস। তবে এবার তিনি ফিরছেন। গানে গানে এবার সবাইকে ‘আই লাভ ইউ’ বলবেন বাংলাদেশি সংগীতের জনপ্রিয় এই ব্যান্ড তারকা জেমস। জেমসের মুখে ‘আই লাভ ইউ’ শুনতে শ্রোতাদের অপেক্ষা করতে হবে চাঁদরাত পর্যন্ত। এই গানের মধ্য দিয়ে অডিও জগতে ১২ বছর পর ফেরা হচ্ছে তাঁর।

সংবাদ সম্মেলনের আগে গীতিকার কবির বকুলের সঙ্গে জেমস

গত বৃহস্পতিবার আচমকা খবর প্রকাশিত হয়, জেমস নতুন গান প্রকাশ করছেন। এই গান প্রকাশের খবরে ভক্তদের মধ্যে অন্য রকম এক উন্মাদনা তৈরি হয়। তবে গান প্রকাশের খবর বাতাসে ভেসে বেরালেও সেই গান সম্পর্কে কিছুই জানাননি তিনি। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনে গানটি সম্পর্কে আভাস দেওয়া হয়। ‘আই লাভ ইউ’ শিরোনামের এই গানের কথা যৌথভাবে লিখেছেন জেমস ও বিশু শিকদার। গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা জেমসের।

সংবাদ সম্মেলনে জেমস
ছবি: কবির হোসেন

জেমস বলেন, ‘অনেকদিন থেকেই আমার যাঁরা কাছের মানুষ, আশপাশের মানুষ, বলছিলেন, “একটা নতুন গান করেন।” আশপাশের মানুষের কথা এত দিন কানে নিইনি। কিন্তু কিছুদিন হলো আমার মাঠের বন্ধুরা, ময়দানের বন্ধুরা, আমার দর্শক-শ্রোতারা একেবারে দাবি করে বসেছিলেন যে এবার নতুন একটা গান লাগবেই। ঠিক সেই সময় বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে একটা আমন্ত্রণ আসে এবং তাদের সঙ্গে কাজ করার স্বাধীনতা পেয়ে আমি নতুন গান করা আবার শুরু করলাম। গানটি আমার সেই ভক্ত শ্রোতাদের জন্য, যাঁরা মাঠে যান, ময়দানে যান আমার জন্য।’

জেমস

জেমসের গাওয়া ‘আই লাভ ইউ’ গানের একটি ভিডিও চিত্র তৈরি করা হয়েছে। এরই মধ্যে মিউজিক ভিডিওর শুটিংয়েও অংশ নিয়েছেন জেমস, যেটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। জেমসের সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ‘কাল যমুনা’, ২০০৯ সালে সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হয়েছিল।