১৬ বছর পর
নবীন সংগীতশিল্পী তাসনিম আনিকার নতুন গান ‘পরান বন্ধু’ সামনে আনল নতুন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস। গত রোববার প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো গানটি। প্রকাশের এক দিনেই ফেসবুকে প্রায় ৩০ লাখ দর্শক গানটি দেখেছেন। ইউটিউবে দেখেছে ৩৩ হাজারের বেশি। টিএম রেকর্ডসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
নাজমুস সাদাত ও কৌশিক হোসেন তাপস যৌথভাবে গানটি লিখেছেন। সুর ও সংগীতায়োজনও করেছেন তাপস নিজেই।
‘পরান বন্ধু তোরই লাগি, পন্থ চাইয়া বইসা থাকি, পার হইয়া যায় কত রাত্রি, পার হয় কত পথ’ এমন কথার ফোক ঘরানার গানটি প্রসঙ্গে আনিকা বলেন, ‘গানটির বিশেষ দিক হলো, এটি সুরকারের ২১ বছর আগের একটি গান। তাঁর নির্দেশনাতেই আমি একটু ওয়েস্টার্ন অ্যাপ্রোচে গেয়েছি। সুর-কথা ও কম্পোজিশনে গানটি অসামান্য হয়ে উঠেছে বলে আমার বিশ্বাস।’
ফারজানা মুন্নির নির্দেশনায় গানের ভিডিও চিত্র নির্মাণ করেছেন জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান। তিনি বলেন, এই মিউজিক ভিডিও হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল মিউজিক ভিডিও। মালদ্বীপের হিমাফুশি আইল্যান্ড ও হুমহুমালে আইল্যান্ডে শুটিং হয়েছে গানটির। ব্যয়বহুল ‘ইয়ট’ ব্যবহার করা হয়েছে গানের শুটিংয়ে। গানের মডেল হয়েছেন বাংলাদেশি আন্তর্জাতিক মডেল আসিফ আজিম ও শারলিনা হোসাইন।
এই গানের মধ্য দিয়ে ১৬ বছর পরে দেশের কোনো কাজে যুক্ত হলেন ভারতের মুম্বাইয়ে কাজ করা বাংলাদেশের সুপার মডেল আসিফ আজিম। শুধু তা–ই নয়, এর মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মডেল হিসেবে যাত্রা শুরু করলেন।
আসিফ আজিম বলেন, ‘বলিউডে বিপাশা বসুর সঙ্গে মিউজিক ভিডিওর অফার করা হলেও প্রজেক্টটি পছন্দ না হওয়ায় তাতে আমি রাজি হইনি। মালদ্বীপে যখন এমন আয়োজনে গানটিতে কাজ করছিলাম, বারবার দেশের কথা মনে হচ্ছিল। দেশের ইন্ডাস্ট্রির জন্য এমন একটা কাজ হচ্ছে, তা ভাবতেই ভালো লাগছিল। টিএম রেকর্ডস একটি গানের জন্য যে আয়োজন করেছে, তা বলিউড তাদের খুব বেশি গানের জন্য এমনটা করেছে বলে আমি মনে করি না।’
প্রথম বাংলাদেশি হিসেবে ভোগ ম্যাগাজিনের ইতালি, জার্মান ও অস্ট্রেলীয় সংস্করণের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন আসিফ। বার্সেলোনা ফ্যাশন উইক এবং সিডনি ফ্যাশন উইকেও অংশগ্রহণ করেছেন। এ ছাড়া ভারতের বিখ্যাত ডিজাইনারদের পোশাক পরে র্যাম্পে হেঁটেছেন। ২০১৩ সালে রিয়েলিটি শো বিগবসের সেরা সাতে ছিলেন তিনি। বলিউডে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর দুটি চলচ্চিত্র।