সিডনি মাতিয়েছে বাপ্পা মজুমদার ও দলছুট

রোববার সিডনিতে অনুষ্ঠিত বৈশাখী মেলায় আমন্ত্রিত হয়ে ভক্ত–শ্রোতাদের লাইভ কনসার্ট উপহার দেয় ‘দলছুট’প্রথম আলো

অস্ট্রেলিয়ার সিডনিতে গান শোনালেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। গত রোববার সিডনিতে অনুষ্ঠিত দেশটির সবচেয়ে বড় বৈশাখী মেলায় আমন্ত্রিত হয়ে ভক্ত–শ্রোতাদের লাইভ কনসার্ট উপহার দেয় তাঁর ব্যান্ড ‘দলছুট’। জমকালো আতশবাজি প্রদর্শনের পর মঞ্চে আসে বাপ্পা মজুমদার ও তাঁর দল। এরপর বাপ্পা একে একে তাঁর জনপ্রিয় গান পরিবেশন করেন। এ সময় মেলা প্রাঙ্গণে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি তাঁর গানে মেতে ওঠেন। কনসার্টটি সাড়া ফেলে প্রবাসীদের মধ্যে।

বাপ্পা একে একে তাঁর জনপ্রিয় গান পরিবেশন করেন
প্রথম আলো

আয়োজন নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমরা আগেও গান গাইতে এসেছি। তবে বাংলাদেশের বাইরে আয়োজিত সবচেয়ে বড় এই ঐতিহ্যবাহী মেলায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। আশা করি, সবাই উপভোগ করেছেন।’ বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া আয়োজিত বৈশাখী মেলায় প্রবাসী বাংলাদেশিদের গান শোনাতে বাপ্পা মজুমদারের সঙ্গে ব্যান্ডের আরও এসেছেন শাহান কবন্ধ, সজীব ফার, মাসুম ওয়াহিদুর রহমান, জন শার্টন, ডানো শেখ ও সোহেল আজিজ।

মঞ্চে দলছুট
প্রথম আলো

মেলার লাইভ কনসার্ট উপভোগ নিয়ে প্রবাসী বাংলাদেশি সুরজিৎ রায় বলেন, ‘বৈশাখী মেলাটি যে আমাদের অস্ট্রেলিয়ায় আয়োজিত অন্যতম সেরা একটি অনুষ্ঠান, তা আর বলার অপেক্ষা রাখে না।’ সঙ্গে আরেক প্রবাসী বাংলাদেশি ফাহিম ফয়সাল যোগ করেন, ‘যখন বাপ্পা মজুমদার তাঁর দল নিয়ে গান শুরু করলেন, এটি ছিল সবচেয়ে উপভোগ্য। গানের তালে তালে প্রবাসের ক্লান্তি ভুলে গিয়েছিলাম। ধন্যবাদ আয়োজকদের।’

মেলা প্রাঙ্গণে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি তাঁর গানে মেতে ওঠেন
প্রথম আলো