‘বন্ধ জানালা’ খুলে মঞ্চে শিরোনামহীন

হেমন্তের সন্ধ্যা নামার আগে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’-এর মঞ্চে আসার ঘোষণা আসেছবি : মকফুল হোসেন

হেমন্তের সন্ধ্যা নামার আগে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’-এর মঞ্চে আসার ঘোষণা আসে। আর্মি স্টেডিয়ামের ভেতরে ছড়িয়ে থাকা দর্শকেরা ‘শিরোনামহীন’, ‘শিরোনামহীন’ বলে চিৎকার করতে থাকেন। চাকের মৌমাছির মতো মঞ্চের কাছাকাছি আসতে থাকেন দর্শকেরা।

এরপর মঞ্চে এসে ‘বন্ধ জানালা’ দিয়ে পরিবেশনা শুরু করে ব্যান্ডটি। গানটির কথা দর্শকের মুখ থেকে মুখে ছড়িয়ে পড়ে। বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন দর্শকেরা। ততক্ষণে আর্মি স্টেডিয়ামের লাল-নীল বাতি জ্বলে উঠেছে। এরপর ‘একা পাখি শহুরে দেয়ালে’ পরিবেশন করে ব্যান্ডটি। এরপর কণ্ঠে তোলে ‘বোহিমিয়ান’। প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে নিবেদন করে পরিবেশন করে ‘অবেলায়’। শেষে ‘হাসিমুখ’ পরিবেশন করে শিরোনামহীন।

দর্শকের একাংশ
মকফুল হোসেন

আজ ডিসেম্বরের প্রথম শুক্রবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বছরের সবচেয়ে বড় কনসার্ট ‘চ্যানেল আই-বামবা ব্যান্ড মিউজিক ফেস্ট-২০২২’। ছুটির দিন বেলা আড়াইটার পর শুরু হয়েছে এবারের আয়োজন। এর আগে এ মঞ্চে গান পরিবেশন করেছে পেন্টাগন ও পাওয়ার সার্জ। শুক্রবার রাত ১১টা পর্যন্ত চলবে আয়োজন। আয়োজকদের কাছ থেকে পাওয়া তথ্যমতে, এরপর মঞ্চে নগরবাউল, মাইলস, অর্থহীনসহ দেশসেরা ব্যান্ডগুলো গান পরিবেশন করবে।

জেমস
ছবি: সংগৃহীত

৯ বছর আগে আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতিবছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে ওঠে এ উৎসব। আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর নতুন করে সাজানো হয় সেই আয়োজন। চ্যানেল আইয়ের সঙ্গে এ বছর যুক্ত হয়েছে বাংলাদেশ ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন (বামবা)। বামবা সভাপতি হামিন আহমেদ প্রথম আলোকে জানান, আইয়ুব বাচ্চুর স্বপ্নকে ধারণ করে চ্যানেল আই প্রতিবছরের ১ ডিসেম্বরকে ব্যান্ড মিউজিক দিবস হিসেবে পালন করে আসছে। সেই উদ্যোগকে তাঁরা প্রতিষ্ঠিত করতে চান।

৯ বছর আগে আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’
ছবি : প্রথম আলো

‘চ্যানেল আই–বামবা ব্যান্ড মিউজিক ফেস্ট-২০২২’ নিয়ে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘উল্লাসে, উচ্ছ্বাসে, তারুণ্যে—এ স্লোগান সামনে রেখে এবার থেকে ‘চ্যানেল আই–বামবা মিউজিক ফেস্ট’ বৃহৎ আকার ধারণ করল। আমি খুবই আনন্দিত এবং অভিভূত এ জন্য যে শিল্পীদের কোনো মৃত্যু নেই। গানের মাধ্যমেই তাঁরা বেঁচে থাকেন আজীবন। বামবার এ উদারতা আমাকে অভিভূত করেছে।’

আইয়ুব বাচ্চুর স্বপ্নকে ধারণ করে বামবা ১ ডিসেম্বরকে ব্যান্ড মিউজিক ডে হিসেবে ঘোষণা করে। আর ডিসেম্বরের প্রথম শুক্রবার ব্যান্ড মিউজিক ফেস্ট আয়োজনের ঘোষণা দেয়। সে অনুযায়ী গতকাল চ্যানেল আই প্রাঙ্গণে হয়ে গেল ব্যান্ড মিউজিক ডে। বেলা ১১টা ৫ মিনিটে দিবসটির উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন, বামবা সভাপতি হামিন আহমেদসহ আরও অনেকে। উদ্বোধন শেষে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আজম খানের হাত ধরে আমাদের ব্যান্ড সংগীতের শুরু হয়েছিল। আর আইয়ুব বাচ্চুর মাধ্যমে সেটির প্রসার ঘটল। তাঁদের সূত্র ধরেই আজ থেকে আমরা পেলাম ব্যান্ড মিউজিকের জন্য একটি বিশেষ দিন।’

আরও পড়ুন
আরও পড়ুন