বিয়ে করলেন ইমরান, কনে কে

স্ত্রী মেহের আয়াত জেরিনের সঙ্গে ইমরান। ছবি: ফেসবুক

অবশেষে প্রেম–বিয়ে নিয়ে জল্পনাকল্পনার অবসান ঘটালেন গায়ক ইমরান মাহমুদুল। নতুন জীবনে পা রাখলেন। আজ বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হন এই গায়ক। তাঁর স্ত্রীর নাম মেহের আয়াত জেরিন। জানালেন, পারিবারিকভাবেই এই বিয়ের আয়োজন হয়েছিল। বড় পরিসরে আগামী নভেম্বরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বিয়ে প্রসঙ্গে ইমরান তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো।’

পারিবারিকভাবে এই বিয়ের আয়োজন হলেও বড় পরিসরে আগামী নভেম্বরে বিবাহোত্তর সংবর্ধনা হবে।

স্ত্রী মেহের আয়াত জেরিনের সঙ্গে ইমরান। ছবি: ফেসবুক

ইমরান ফেসবুকে আরও লিখেছেন, ‘আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশা আল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’

২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ আয়োজনে প্রথম রানারআপ হন ইমরান। এরপর টুকটাক কনসার্টে অংশ নেওয়া শুরু করেন।

স্ত্রী মেহের আয়াত জেরিনের সঙ্গে ইমরান। ছবি: ফেসবুক

ব্যাংকার বাবা মোজাম্মেল হক শুরুর দিকে চাননি তাঁর সন্তান বড় হয়ে গায়ক হিসেবে প্রতিষ্ঠিত হোক। বাবার ইচ্ছা ছিল, তাঁর সন্তান যেন বড় হয়ে ব্যাংকার অথবা প্রকৌশলী হয়। কিন্তু মা আর বড় বোনের উৎসাহ এবং নিজের চাওয়ার তীব্রতা ইমরানকে গানের দিকে বেশি টেনে নেয়। একপর্যায়ে বাবা ইমরানকে সমর্থন করেন। শুধু তা-ই নয়, সন্তানের গানের রেওয়াজ যাতে নিয়ম করে হয়, সেদিকে খুব খেয়াল রাখতেন।