গান–অভিনয়ে তাহসানের নতুন ভাবনা

তাহসান খানছবি: সংগৃহীত
সংগীতশিল্পী তাহসান রহমান খান ছয় মাসের বেশি সময় যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখানে সংগীত ও অভিনয়সম্পর্কিত পড়াশোনায় নিজেকে যুক্ত করেছেন। সপ্তাহখানেক আগে দেশে ফিরেছেন। অংশ নিয়েছেন কনসার্টে। দিন দশেকের মধ্যে আবার উড়াল দেবেন। গত শুক্রবার সন্ধ্যায় কথা হলো তাঁর সঙ্গে।

বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে তাহসানের শুরু। প্রথম দিকে নিজেদের ভালো লাগার মধ্যেই সীমাবদ্ধ ছিল তাঁদের গান। ব্যান্ড হিসেবে শো করতেন। গানগুলো রক ঘরানার। তখন তাহসানের লেখা কিছু গান করা ছিল। যেগুলো রক নয়, পপ। গানে গানে এরই মধ্যে দুই দশক পার করেছেন তিনি। এ সময় ব্যান্ড ও একক মিলিয়ে ১১টি অ্যালবাম করেছেন। নাটক ও চলচ্চিত্র মিলিয়ে প্রকাশিত গানের সংখ্যা প্রায় ২০০। গানের পাশাপাশি তাঁকে অভিনয়েও দেখা গেছে; করেছেন নাটক, টেলিছবি ও চলচ্চিত্র। বেশ কিছুদিন ধরে তাঁর উপলব্ধি হয়েছে গান ও অভিনয়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলার। গানে নতুনত্ব আনা এবং ব্যবসায়িক দিক নিয়ে বড় পরিসরে জানতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি ইনস্টিউটে মিউজিক প্রোগ্রামে ভর্তি হয়েছেন।

তাহসান খান। ফেসবুক থেকে

একই সময়ে অভিনয়ের দুটি ক্যাম্পও করেছেন। তাহসান বলেন, ‘অনেক দিন ধরে মনে হচ্ছিল, অনেক বছর আগে যা শিখেছিলাম, তা দিয়ে তো গান করলাম। এসব তো করতে করতে শেখা। মনে হচ্ছিল, একটা বিরতি দরকার। অভিনয় থেকেও তো দেড় বছরের বিরতি নিয়েছিলাম। গানের অ্যালবামও অনেক দিন করা হয়নি। এর মধ্যে ভাবলাম যে নতুন করে না শিখলে হয়তো নতুন কিছু দেওয়া হবে না। এ জন্য বিরতিটা নিলাম।’

লস অ্যাঞ্জেলেসে তাহসান মিউজিক প্রোডাকশন অ্যান্ড মিউজিক বিজনেস নিয়ে পড়াশোনা করছেন। এরই মধ্যে এক সেমিস্টার শেষ হয়েছে। পরের সেমিস্টার শুরু হবে ১৫ জানুয়ারি। জানান, মিউজিকের অনেক খুঁটিনাটি বিষয় তাঁর জানা হচ্ছে। ব্যবসায়িক নানা দিকও উন্মোচিত হচ্ছে। তাহসান বলেন, ‘আমরা তো শিল্পী হিসেবে বছরের পর বছর যারা কাজ করি, রয়্যালিটির ব্যাপারটা বুঝি না। তাই অনেকভাবে অবমূল্যায়িত হই। অথচ সারা পৃথিবীতে এন্টারটেইনমেন্ট বিজনেস এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি অনেক দামি একটা ব্যাপার। মেধাস্বত্ব কীভাবে সংরক্ষণ করতে হয়, সেটা আমরা বাংলাদেশের শিল্পীরা আসলে জানি না। ওইটাই একটু পড়াশোনা করতে গিয়েছিলাম।

আরও পড়ুন

আর মিউজিক প্রোডাকশনটাও ঝালাই করতে গিয়েছিলাম। শুরুর দিকে লেখা সুরের পাশাপাশি আসলে তো মিউজিক প্রডাকশন আমিই করতাম। পরে একটা সময় অন্য অনেক কাজে ব্যস্ত হয়ে পড়ি, তখন অন্য মিউজিক ডিরেক্টর আমার গানের মিউজিক প্রডিউস করেছেন। এবার আমার নতুন অ্যালবামটা নিজেই প্রডিউস করতে চাই।’

অভিনয় ক্যাম্পে
গানের জনপ্রিয়তা তাহসানকে অভিনয়ের আঙিনায় নিয়ে আসে। ব্যস্তও হয়ে ওঠেন সমসাময়িক অভিনয়শিল্পীদের মতো। তবে অভিনয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তাঁর নেই। তাই উপলব্ধি করলেন, অভিনয়ে উৎকর্ষ পেতে হলে কোর্স করতে পারলে ভালো হয়। গানের পাশাপাশি অভিনয়টায় মনোযোগ দিলেন। লস অ্যাঞ্জেলেসে ইয়েল স্কুল অব ড্রামায় ভর্তি হন। তিনি বলেন, ‘ওখানে অনেক অভিনয়ের কোচ আছেন। তাঁরা তিন/চার সপ্তাহের কোর্স করান। দুজন কোচের কাছে গিয়েছিলাম। আমাদের যেমন বিভিন্ন ধরনের গানের ঘরানা আছে, সেখানে অভিনয়েরও নানা ঘরানা আছে। দুটো ঘরানা নিয়ে পড়াশোনা করলাম।

তাহসান খান। ছবি : ফেসবুক থেকে

গত দশ বছর যে অভিনয় করেছি, আমি কিন্তু অভিনয় ব্যাকগ্রাউন্ডের না। পরিচালকেরা আমাকে যেভাবে শিখিয়েছেন, সেভাবে করেছি। মনে হয়েছে, যেকোনো বিষয়ে উৎকর্ষ পেতে চাইলে তো পড়ে শিখতে হবে। ওখানে সুযোগটা গেল ছয় মাস পেয়েছি। আরেকটা জায়গায় স্তানিস্লাভস্কির অভিনয় কৌশল নিয়ে পড়েছি। অনেক অনেক বড় বড় অভিনয়ের শিক্ষক আছেন, তাঁরা একেকজন একেকটা পদ্ধতিতে শেখান।’

তিন ভাষায় নতুন অ্যালবাম
লস অ্যাঞ্জেলের সংগীতের শিক্ষাটা কাজে লাগিয়ে নতুন অ্যালবাম করতে চান তাহসান। সেই অ্যালবামে বিভিন্ন দেশের সংগীতবন্ধুরা যুক্ত থাকবেন বলে জানান তিনি। বলেন, ‘কোর্স করতে এসে অনেক দেশের মিউজিশিয়ানের সঙ্গে পরিচয় হয়েছে। তাঁদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। সেই অনুপ্রেরণা আমার নতুন অ্যালবামে প্রতিফলিত হবে। এবার অনেকগুলো গান নিয়ে অ্যালবাম প্রকাশ করব। এই অ্যালবামে ১৮টা গান থাকবে। বাংলা, ইংরেজি, স্প্যানিশ ভাষায় আপাতত চূড়ান্ত।’ ১৮টি গান তাহসান নিজেই লিখেছেন। জানান, ভিনদেশি ভাষার গানগুলো অনুবাদ করেছেন বিদেশি বন্ধুরাই। এত গান নিয়ে অ্যালবাম প্রকাশের কারণ হিসেবে তাহসান বলেন, ‘আগের সেই অনভূতি দিতে চাই। অনেকগুলো গান একসঙ্গে শোনায় অন্য রকম আনন্দ। এতগুলো গান থেকে দেখা যাবে, চার–পাঁচটা গান মানুষ পছন্দ করবে। তা ছাড়া আমরা ছোটবেলায় অ্যালবাম শুনে যে মজা পেতাম, সেটাই দিতে চাই। বাণিজ্যিকভাবে অনেকেই হয়তো বলবেন যে একসঙ্গে এত গান প্রকাশ করা ঠিক নয়। কিন্তু আমি বিশ্বাস করি যে গান করাটাই আমার কাজ।’

বেশি গান প্রকাশের কারণ
দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে গান প্রকাশ না করা তাহসান এখন বেশি বেশি গান প্রকাশ করতে চান। এই উপলব্ধি সম্প্রতি তাঁর হয়েছে। বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলা গানকে এগিয়ে নিতে এমনটা ভাবছেন তিনি। তাহসান বলেন, ‘বাংলাদেশে অনেক শিল্পী আছেন। কিন্তু র‍্যাঙ্কিংয়ে ওপরের দিকে আসার জন্য আসলে অনেক গান তৈরি ও প্রকাশ করতে হয়। যখন কোনো শিল্পীর অনেক গান প্রকাশ পায়, অনেক মানুষ তখন শোনেন। সংখ্যায় বেশি হলে স্ট্রিমিং বাড়ে। বাংলাদেশের প্রতিষ্ঠিত ভালো ভালো শিল্পীরা তো গানই কম করছেন। আমি তো সবাইকে বলতে পারি না, বেশি বেশি অ্যালবাম করুন, গান করুন। আমি আমারটা করব। আমার উপলব্ধি ও দায়বদ্ধতা থেকে। আমার অনেক হিট গান আছে। অনেক হিট গান আছে বলেই বসে থাকব, নতুন গান করব না, এমনটা তো নয়। এতে আসলে ভক্তদেরই বঞ্চিত করছি। সেটাও আমাকে নাড়া দিয়েছে। এ বছর অনেক বেশি গান করব। যাতে মানুষের ধারণা বদলে যায়।’

কথায় কথায় তাহসান ইঙ্গিত করে বলেন, ‘বাংলাদেশে বড় বড় পৃষ্ঠপোষকতায় গান হয়েছে ঠিকই, নতুন গান হয়নি। বাংলাদেশে যে দুটো প্ল্যাটফর্ম কাজ করেছে, খুবই ভালো কাজ করেছে কিন্তু নতুন গান তো হয়নি। আমাদের অনেক বেশি নতুন গান লাগবে। বাংলাদেশের একজন শিল্পী হিসেবে অনেক পেয়েছি আমি, গান থামিয়ে দিলে হবে না। বেশি বেশি গান প্রকাশে শিল্পীদের নিজেদেরই উদ্যেগ নিতে হবে।’

তাহসান
ফেসবুক থেকে

ওটিটিতে আগ্রহ
অভিনয়ে পড়াশোনা করা তাহসান অভিনয়ের নতুন মাধ্যমে কাজ করতে চান। আলাপের একেবারে শেষ দিকে এসে সেই ইচ্ছা প্রকাশ করেন। বলেন, ‘অভিনয় নিয়ে পড়াশোনা করেছি, ভালো কোনো ওটিটি প্রজেক্ট পেলে অবশ্যই কাজ করব। অভিনয় দেড় বছর বন্ধ। এ বছর থেকে আবার ভাবব। দেখা যাক ব্যাটে–বলে মেলে কি না।’