ডুয়া লিপা কি বাগ্দান সেরেছেন
হাতে বড় এক আংটি। বেশ খোশমেজাজে দেখা যাচ্ছে তাঁকে। কিন্তু ঘটনা কী, কিছুই খোলাসা করেননি। তবে এমন অনেক পরিস্থিতিই হয় যখন কিছু না বলেও প্রায় সবই বলে দেওয়া যায়। এই সময়ের অন্যতম চর্চিত গায়িকা ডুয়া লিপার ক্ষেত্রেও এমনটাই ঘটেছে বলে মনে করা হচ্ছে। এত আলোচনার উৎস অভিনেত্রীর ইনস্টাগ্রামে পোস্ট করা কিছু ছবি। গতকাল পোস্ট করা এসব ছবিতে তাঁকে বাগ্দানের আংটি পরিহিত অবস্থায় দেখা গেছে। যা দেখে ভক্তরা মনে করছেন, বাগ্দান সেরে ফেলেছেন এই ব্রিটিশ গায়িকা।
কয়েক মাস ধরেই ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ তারকা ক্যালাম টার্নারের সঙ্গে ছুটিয়ে প্রেম করছেন ডুয়া লিপা। বড়দিনের উৎসবটা দুজনে একসঙ্গে কাটিয়েছেন। মনে করা হচ্ছে, উৎসবের আমেজেই বাগ্দানটা সেরে ফেলেছেন তিনি।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোতে বাঁ হাতের আঙুলে আংটি পরা দেখা গেছে গায়িকাকে। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ছুটির আমেজ আপনাদের সবাইকে অনেক ভালোবাসা পাঠালাম।’
বাগ্দানের গুঞ্জন রটলেও ডুয়া লিপা বা ক্যালাম টার্নার কিছুই নিশ্চিত করে জানাননি। তবে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে ঘটনা সত্য। বড়দিনের ছুটিতে পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে বাগ্দান সেরেছেন তিনি।
চলতি বছরের জানুয়ারিতে লিপা ও টার্নারের প্রেমের গুঞ্জন রটে। এরপর একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে তাঁকে। দুজনেই কেউই অবশ্য পরে সম্পর্ক নিয়ে কথা বলেননি।