কবে কোথায় কনসার্ট
ঢাকায় ‘চলো বাংলাদেশ’ কনসার্ট, ‘কোক স্টুডিও বাংলা লাইভ’ কনসার্টসহ ঢাকায় চারটি কনসার্ট থাকছে। সূচি ধরে পছন্দের শিল্পী ও ব্যান্ডের কনসার্টটি উপভোগ করতে পারেন শ্রোতারা।
চলো বাংলাদেশ কনসার্ট
দিনক্ষণ: ২০ অক্টোবর
ভেন্যু: আর্মি স্টেডিয়াম, ঢাকা
লাইন আপ: ওয়ারফেজ, আর্টসেল, ক্রিপটিক ফেইট, নেমেসিস, হাবিব ওয়াহিদ, রাফা অ্যান্ড ফ্রেন্ডস, পান্থ কানাই, হাসান, প্রীতম হাসান, শিশির আহমেদ, নাদিয়া দোরা, আনিকা, ব্ল্যাকজ্যাং।
আয়োজক: গ্রামীণফোন
রক ইন দ্য সিটি
দিনক্ষণ: ২১ অক্টোবর
ভেন্যু: ন্যাশনাল লাইব্রেরি মিলনায়তন, ঢাকা
লাইন আপ: কার্নিভাল, ওনড, কনক্লুশন, ফিউজসহ ৮ ব্যান্ড।
আয়োজক: হেভি মেটাল টি-শার্ট
দ্য নাইট অব প্রীতম হাসান
দিনক্ষণ: ২৬ অক্টোবর
ভেন্যু: নবরাত্রি হল, আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), ঢাকা
লাইন আপ: ফেরদৌস ওয়াহিদ, মমতাজ, অর্ণব, রাফা, আরমীন মুসা, প্রীতম হাসান, মাশা ইসলাম, ব্ল্যাকজ্যাং, জেফার, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, সাফায়েত।
আয়োজক: ফনিক্স কমিউনিকেশনস
কোক স্টুডিও বাংলা লাইভ
দিনক্ষণ: ১০ নভেম্বর
ভেন্যু: আর্মি স্টেডিয়াম, ঢাকা
লাইন আপ: অর্ণব, ইমন চৌধুরী, অনিমেষ রায়, এরফান মৃধা শিবলু, প্রীতম, নন্দিতা, হামিদা বানু, আলেয়া বেগম, ইসলাম উদ্দিন পালাকারসহ কোক স্টুডিও বাংলার শিল্পীরা।
আয়োজক: কোক স্টুডিও বাংলা