‘খালিস্তান’ আন্দোলনের সমর্থনের অভিযোগ, ভারতে কানাডীয় গায়কের কনসার্ট বাতিল

শুভনীত সিং। ইনস্টাগ্রাম থেকে

ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে। পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছে দেশ দুটি। এ উত্তেজনার সূত্রপাত কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যার মধ্য দিয়ে। হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত বলে অভিযোগ করেছে কানাডা। তবে এ অভিযোগ উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি।

আরও পড়ুন

বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে যখন উত্তেজনা চলছে, তখন ভারতে পূর্বনির্ধারিত কনসার্ট বাতিল করলেন পাঞ্জাবি বংশোদ্ভূত কানাডীয় গায়ক শুভ। খবর ইন্ডিয়ান এক্সেপ্রেসের

তরুণ এই গায়কের নাম শুভনীত সিং, ভক্তদের কাছে তিনি পরিচিত শুভ নামেই। ইনস্টাগ্রামে ১০ লাখের বেশি অনুসারী থাকা এই গায়ক তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। মিউজিক স্ট্রিমিং সাইট স্পটিফাইতে মাসে ১০ লাখের বেশি স্ট্রিমিং হয় তাঁর গান। আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে তাঁর গান গাওয়ার কথা ছিল।

কিন্তু পূর্বনির্ধারিত এই কনসার্ট শেষ মুহূর্তের স্থগিত করা হয়েছে। মনে করা হচ্ছে, কানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনার কারণেই কনসার্ট বাতিল করেছেন ২৬ বছর বয়সী গায়ককে।

ভারতের শুভের কনসার্ট নিয়ে প্রতিবাদ করছিল ভারতীয় জনতা যব মোর্চা নামে একটি সংগঠন, এটি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির যুব শাখা। তাদের দাবি, শুভ শিখদের খালিস্তান আন্দোলনের সমর্থক। যদিও এ বিষয়ে গায়কের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যারা কনসার্টের টিকিট কিনেছিলেন তাদেরও টাকা ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন আয়োজকেরা।