জয়ীতার ‘হৃদয়াসনে’
রবীন্দ্রজয়ন্তীতে বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশিত হলো জয়ীতা তালুকদারের একক অ্যালবাম ‘হৃদয়াসনে’। এই অ্যালবামে জয়ীতা গেয়েছেন রবীন্দ্রনাথের মুক্তছন্দের চারটি গান।
গানগুলো হচ্ছে ‘আহা তোমার সঙ্গে প্রাণের খেলা’, ‘কে বসিলে আজি হৃদয়াসনে’, ‘তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে’ ও ‘আরও আঘাত সইবে আমার’। পুলক বড়ুয়ার রেকর্ডিংয়ে ‘হৃদয়াসনে’ শীর্ষক অ্যালবামে এসরাজে সংগত করেছেন আশিকুল আবির এবং বাঁশি বাজিয়েছেন মামুনুর রশিদ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি হিসেবে বেঙ্গল ফাউন্ডেশন এই অ্যালবাম প্রকাশ করেছে।
আইসিসিআর স্কলার জয়ীতা তালুকদার রবীন্দ্রসংগীত বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তিনি স্নাতক ও স্নাতকোত্তর দুটিতেই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে তিনি শিক্ষকতা করছেন সিলেট আর্টস কলেজের সংগীত বিভাগে।
জয়ীতা প্রথম আলোকে জানান, রবীন্দ্রনাথের বিভিন্ন স্বাদের ১০০টি গানের কাজ হাতে নেওয়া হয়েছে। অচিরেই এগুলো বেঙ্গলসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে।
‘হৃদয়াসনে’ (https://youtu.be/78EkPADDPn4) অ্যালবামের গানগুলো শোনা যাবে বেঙ্গল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে।