অনেক বড় কিছু পেয়ে গেছি...

মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন পাওয়া এই তারকারা জানিয়েছেন নিজেদের প্রতিক্রিয়াকোলাজ: মো. মাহাফুজার রহমান
২০২২ সালে বাংলাদেশে নির্মিত প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র, টিভি নাটক, সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র, ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ, গায়িকা, গায়ক ও নবাগত অভিনয়শিল্পীদের দর্শকেরা বেছে নিয়েছেন সেরা কাজগুলো। মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন পাওয়া এই তারকারা জানিয়েছেন নিজেদের প্রতিক্রিয়া।
আতিয়া আনিসা
ফেসবুক থেকে

সেরা গায়িকা
আতিয়া আনিসা, (‘চলো নিরালায়’, পরাণ)
আমি প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছি; মনোনয়ন পেয়েই চূড়ান্ত পর্যায়ে আসাটা আমার কাছে পুরস্কারের চেয়ে বেশি। অল্প সময়ের ক্যারিয়ারে এ পর্যন্ত আসতে পারাটা আমার কাছে সত্যিই অনেক আনন্দের। পুরস্কারের যত সময় গড়াচ্ছে, আমার ভয়ও লাগছে।

কনা
শিল্পীর সৌজন্যে

কনা, (‘তার হাওয়াতে’, অপারেশন সুন্দরবন)
এবারও মনোনয়ন পেয়েছি, ভালো লাগছে। পুরস্কার পাওয়া তো পরের কথা, মেরিল-প্রথম আলো তারকা জরিপ অনুষ্ঠানটি উপভোগ করি। সারা বছর এই অনুষ্ঠানের জন্য ‍অপেক্ষা করি। সাজগোজ করে অনুষ্ঠানে যাব, সবার সঙ্গে দেখা হবে, আড্ডা হবে, ভালো লাগবে। কিন্তু এবার দেশের বাইরে থাকার কারণে অনুষ্ঠানে থাকতে পারছি না। এ জন্য মন খারাপ। এই বিভাগে আর যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের শুভেচ্ছা। যিনি পাবেন, তাঁর জন্য আগাম অভিনন্দন।

সোমনূর মনির কোনাল
ফেসবুক থেকে

কোনাল, (‘হাতেখড়ি’, উড়ো প্রেম)
খুবই ভালো লাগছে। গানটি মানুষ পছন্দ করেছেন, সেই গান মেরিল-প্রথম আলো কর্তৃপক্ষ মনোনয়ন দিয়েছে। মেরিল-প্রথম আলো পুরস্কারের জুরিসদস্য ও দর্শকদের কৃতজ্ঞতা জানাতে চাই। পুরস্কার পাওয়া কিংবা না পাওয়াটা অনেক দূরের কথা, মনোনয়ন পাওয়া আমার জন্য অনেক সম্মানের। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাতে চাই।

সুমি শবনম, (‘ছেলে তোর প্রেমে পড়ার কারণ’)
পুরস্কার পাই আর না পাই, মনোনয়ন পেয়েছি, এতেই আমি আনন্দিত। মেরিল-প্রথম আলো পুরস্কার কর্তৃপক্ষ আমাকে মূল্যায়ন করেছে; আমি মনে করছি, আমি অনেক বড় কিছু পেয়ে গেছি।

অয়ন চাকলাদার
ফেসবুক থেকে

সেরা গায়ক

অয়ন চাকলাদার,  (‘চলো নিরালায়’, পরাণ)
আমার পছন্দের একটি অনুষ্ঠান মেরিল-প্রথম আলো পুরস্কার। পুরস্কারটি পাওয়ার ইচ্ছা সবারই থাকে। এটা আমার প্রথম সিনেমার গান। পুরস্কার পাওয়াটাই বড় নয়, এত দূর এসেছি—এটাই অনেক আনন্দের। আর যদি পুরস্কার পেয়েই যাই, তাহলে সেটা আরও বেশি আনন্দের হবে।

কোক স্টুডিও বাংলার ‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’ গানে এরফান মৃধা শিবলুর পরিবেশনা
ছবি: সংগৃহীত

এরফান মৃধা শিবলু, (‘সাদা সাদা কালা কালা’, হাওয়া)
সবার প্রথমে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছি। আমি কখনো চিন্তাও করিনি যে সিনেমায় গান করব। তারপর এত মানুষের ভালোবাসা, এত কিছু—বলে বোঝাতে পারব না। এরপর প্রথম আলোর মতো খুবই জনপ্রিয় পত্রিকার একটা প্ল্যাটফর্মে ‘সাদা সাদা কালা কালা’ গানটি চূড়ান্ত মনোনয়ন পেয়েছে—আমি এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি কৃতজ্ঞ আমার শ্রোতাদের কাছে।


ইমরান, (‘ঘুম ঘুম চোখ’)
আমি যখন থেকে মনোনয়ন পাওয়া শুরু করেছি, তখন থেকেই বলে আসছি, মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে মনোনয়ন পাওয়াটাই আমার জন্য চূড়ান্ত পুরস্কার। এর আগে মনোনয়ন পেয়ে বেশ কয়েকবার চূড়ান্ত পুরস্কার পেয়েছি। এটি আমার জন্য অত্যন্ত সম্মানের। এবারও মনোনয়ন পেয়েছি, পুরস্কার পাই বা না পাই, এটিই আমার পুরস্কার। সবচেয়ে বড় কথা, মেরিল তারকা জরিপ পুরস্কার অনুষ্ঠানটি আমি ব্যক্তিগতভাবে দারুণ উপভোগ করি।

চন্দন সিনহা, (‘ঠিকানাবিহীন’, হৃদিতা)
গান কখনোই আমার পেশা নয়, ভালোবাসা থেকে হৃদয় দিয়ে গাওয়ার চেষ্টা করি। ‘ঠিকানাবিহীন’ আমার তেমনই একটি ভীষণ ভালোবাসার গান। হৃদিতা চলচ্চিত্রের এই গান প্রকাশের পর থেকেই সবার কাছ থেকে ভীষণ ভালোবাসা পেয়েছি। সবার সেই ভালোবাসা আমাকে বিস্মিত করেছে, মুগ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে। একটা সময় পর দেখলাম, মেরিল-প্রথম আলো পুরস্কারেও গানটি মনোনয়ন পেয়েছে। এখন তো চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। আমি অনেক বেশি রোমাঞ্চিত। পুরস্কারপ্রাপ্তি নিয়ে কোনো কিছু ভাবছি না।