‘ইন্ডিয়ান আইডল’-এ বাংলাদেশি তরুণ গায়ক, এরপর যা হলো...

জাহিদ অন্তু
ছবি : জাহিদের সৌজন্যে

জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’–এ কেবল ভারতীয় নাগরিকেরাই অংশগ্রহণ করতে পারবেন। এরপরও বাংলাদেশি তরুণ গায়ক জাহিদ অন্তু ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার এবারের আসরে কলকাতায় বাছাইপর্বে অংশ নেন। কীভাবে? সে গল্পই আজ দুপুরে প্রথম আলোকে জানিয়েছেন তিনি।

‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার বাছাইপর্বে অংশ নিয়ে অন্তু দুই ধাপ পারও হন। গত ১৮ আগস্ট দুই ধাপের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। একই দিনে তৃতীয় ধাপের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলেও ফলাফল আজ রোববার দুপুরের আগে জানানো হয়নি। আয়োজক কর্তৃপক্ষ দুপুরের পর জানায়, তৃতীয় ধাপে তিনি বাদ পড়েছেন।

বেসরকারি টিভি চ্যানেল আরটিভির আয়োজনে প্রচারিত তরুণদের নিয়ে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার সিজন ২’ তে চ্যাম্পিয়ন হন জাহিদ অন্তু। এর পর থেকে টুকটাক গান করে যাচ্ছেন। এরই মধ্যে অংশ নেন ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার এবারের আসরের অডিশনে।

জাহিদ অন্তু জানালেন, ‘কিছু সমস্যা হয়েছে। “ইন্ডিয়ান আইডল” তো, আমি বাংলাদেশি, কেনই–বা আমাকে অনুমতি দিয়েছিল সেটাই বুঝিনি।’

কোন ঠিকানা দেওয়া হয়েছিল—জানতে চাইলে অন্তু বলেন, ‘আমি কিন্তু বাংলাদেশের ঠিকানাই দিয়েছি। দুই পর্বে উত্তীর্ণ হয়েছি। আজ কল করে জানানো হয়, আমি বাদ পড়েছি।’

অন্তু জানালেন, কলকাতায় ‘ইন্ডিয়ান আইডল’-এর বাছাইপর্ব অনুষ্ঠিত হয় পি বি একাডেমিক স্কুল মিলনায়তনে। ১৮ আগস্ট বাছাইপর্বে অংশ নেন তিনি। প্রথম রাউন্ডে ৭০০-৮০০ জন প্রতিযোগী ছিল। দ্বিতীয় রাউন্ডে ১২০-১৩০ জন প্রতিযোগী। তৃতীয় রাউন্ডে ৩০-৪০ জনকে রাখার কথা ছিল।

অন্তু বলেন, ‘তৃতীয় রাউন্ডে সব থেকে ভালো পারফর্ম করার পরও আমাকে রাখা হয়নি। কেন জানি না। “না” বলে দেওয়ার পর আমরা সবাই ওখানকার অডিশন থেকে চলে আসি। বাংলাদেশ থেকে আরেকজন অংশ নিয়েছিল, প্রথম রাউন্ডে বাদ পড়ে, সে ইয়াং স্টারেও নাম লিখিয়েছিল, এখানেও প্রথম রাউন্ডে বাদ পড়ে।’

‘ইন্ডিয়ান আইডল’ তো ভারতীয় নাগরিক যাঁরা, তাঁদের জন্য; কিন্তু আপনি কীভাবে অংশ নিলেন? এমন প্রশ্নে জাহিদ অন্তু বলেন, ‘অডিশনের দিন এক থেকে দেড় ঘণ্টা মিলনায়তনের বাইরে দাঁড়িয়েছিলাম। তারপর কর্তৃপক্ষ বলেছে, আপনারা বাছাইপর্বে অংশ নিতে পারবেন। তাদের কাছ থেকে অনুমতি পেয়েই আমরা অংশগ্রহণ করি।’

জাহিদ জানান, ‘ইন্ডিয়ান আইডল’-এর বাছাই পর্বে উত্তীর্ণ হতে ‘খামোশিয়া’, ‘দিল দে দিয়া হ্যায়’, ‘দিল ইবাদত’, ‘তু হি মেরি সব হ্যায়’ গানগুলো গেয়ে শোনান।