ঈদে আসছে আদ্যন্তর ব্যান্ডের মৌলিক গান ‘অপেক্ষার চিঠি’

‘অপেক্ষার চিঠি’ শিরোনামে নিজেদের প্রথম মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছে আদ্যন্তরসংগৃহীত

যাত্রা শুরুর পর থেকে স্টেজ পারফরম্যান্সে দারুণ সাড়া পেয়েছে ব্যান্ড ‘আদ্যন্তর’। অল্প সময়েই একটি বড় ফ্যানবেজও তৈরি করে ফেলেছে ১৮ থেকে ১৯ বয়সী একদল স্বপ্নবাজ তরুণের গড়া ব্যান্ডটি।
সেই সঙ্গে এই প্রশ্নও শুনতে হয়েছে; কবে আসছে তাদের মৌলিক গান? ভক্তদের সেই অপেক্ষার পালা এবার ফুরাচ্ছে। ‘অপেক্ষার চিঠি’ শিরোনামে নিজেদের প্রথম মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছে আদ্যন্তর।
‘আধাঁরে খুঁজে যাই তোমায়, লিখে যাই কত কথা, তোমার অপেক্ষায় আমি আজও রয়ে যাই...’ এমন কথার গানটি ঈদের আগের দিন বেলা ২টা ৩০ মিনিটে জি-সিরিজের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে। গানটি স্পনসর করেছে ‘লিড্স এন্টারটেইনমেন্ট লিমিটেড’। ইতিমধ্যে আদ্যন্তর ও জি-সিরিজের মধ্যে এ–বিষয়ক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আদ্যন্তর ব্যান্ডের সদস্যরা ছাড়া জি-সিরিজের সিইও খাদেমুল জাহান, জি-সিরিজের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক ভূঁইয়া খালেদ, আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগ উপস্থিত ছিলেন।

‘অপেক্ষার চিঠি’ গানের জন্য আদ্যন্তর ব্যান্ডের ফটোশুট করেছেন ইমতিয়াজ আলম বেগ। এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর ব্যান্ড ফটোশুট করলেন তিনি।

আদ্যন্তর ব্যান্ডের বর্তমান লাইনআপ তমাল রায় (ভোকাল), সাকিফ আলম (লিড গিটার), আফিফ তূর্ণ (রিদম গিটার), জাহিদ আরহাম (বেজ গিটার), অরুফ বিন হুসাইন (ড্রামস)
সংগৃহীত

আদ্যন্তর ব্যান্ডের বর্তমান লাইনআপ তমাল রায় (ভোকাল), সাকিফ আলম (লিড গিটার), আফিফ তূর্ণ (রিদম গিটার), জাহিদ আরহাম (বেজ গিটার), অরুফ বিন হুসাইন (ড্রামস)। ‘অপেক্ষার চিঠি’ গানটি লিখেছেন সাকিফ আলম ও সুর করেছেন তমাল রায়।

নিজেদের প্রথম মৌলিক গান নিয়ে উচ্ছ্বসিত আদ্যন্তর ব্যান্ডের সদস্যরা আশা প্রকাশ করে বলেন, গানটি সংগীতপ্রেমীদের ভালো লাগবে। ঈদের পর তাঁদের বেশ কিছু কনসার্ট রয়েছে, সেখানেও গানটি পরিবেশন করবেন বলে জানান তাঁরা।

ইতিমধ্যে আদ্যন্তর ও জি-সিরিজের মধ্যে এ–বিষয়ক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে
সংগৃহীত

২০২৩ সালের মে মাসে যাত্রা শুরু করা ‘আদ্যন্তর’ ব্যান্ড গত বছর নটর ডেম কলেজ কালচার ক্লাব আয়োজিত ‘ব্যাটেল অব দ্য ব্যান্ড কনটেস্ট’–এ দ্বিতীয় স্থান অর্জন করে ব্যাপক আলোচনায় আসে। এর পর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কালচারাল ফেস্ট ছাড়া বাইরে বিভিন্ন কনসার্টেও চাহিদা বাড়ে তাদের।